Home /News /national /

ভারতীয় সেনাও তৈরি, চিনা প্রেসিডেন্টের যুদ্ধ প্রস্তুতির জবাব অমিত শাহের

ভারতীয় সেনাও তৈরি, চিনা প্রেসিডেন্টের যুদ্ধ প্রস্তুতির জবাব অমিত শাহের

এ দিন অমিত শাহকে প্রশ্ন করা হয়েছিল, লাদাখ এবং অরুণাচল নিয়ে চিনের অবস্থানের জবাবে তিব্বত ও তাইওয়ান নিয়ে ভারতের কূটনৈতিক অবস্থান বদলাবে কি না?

 • Share this:

  #নয়াদিল্লি: যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে ভারতীয় সেনবাহিনী৷ এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সম্প্রতি চিনা প্রেসিডেন্ট শি জিনপিং তাঁর দেশের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন৷ তারই পরিপ্রেক্ষিতে শনিবার নিউজ ১৮-এর এডিটর-ইন-চিফ রাহুল যোশীকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এ কথা বলেন অমিত শাহ৷

  এই প্রসঙ্গে প্রশ্নের উত্তরে অমিত শাহ স্পষ্ট করে দেন, ভারত এক চিনকে এক ইঞ্চি জমিও ছাড়বে না৷ স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, 'প্রতিটি দেশই সবসময় প্রস্তুত থাকে (যুদ্ধের জন্য)৷ সেই কারণেই তো সেনাবাহিনী থাকে, যাতে যে কোনও ধরনের আগ্রাসনকে রোখা যায়৷ কোনও নির্দিষ্ট মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমি এ কথা বলছি না৷ কিন্তু ভারতের নিরাপত্তাবাহিনী সর্বদা প্রস্তুত থাকে৷'

  স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য এ কথাও বলেছেন, সীমান্তে উত্তেজনা কমাতে এবং শান্তি ফেরাতে সামরিক ও কূটনৈতিক স্তরে চিনের সঙ্গে আলোচনা চলছে৷ তিনি বলেন, 'স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার এ বিষয়ে মন্তব্য করা উচিত নয়৷ তবে এ বিষয়ে প্রধানমন্ত্রী যা বলেছেন, আমি তারই পুনরাবৃত্তি করব৷ আমরা সতর্ক রয়েছি এবং কেউ আমাদের এক ইঞ্চি জমিও কাড়তে পারবে না৷'

  ভারত এবং চিনের মধ্যে কূটনৈতিক এবং সামরিক স্তর মিলিয়ে গত ১৩ অক্টোবর সপ্তম দফার আলোচনা শেষ হয়েছে৷ এর মধ্যেই পিপলস লিবারেশন আর্মির মেরিন কর্পস-এর একটি ঘাঁটিতে গিয়ে বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেন চিনের রাষ্ট্রপতি৷ তার পরই ঙচিনের মনোভাব নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে৷

  এ দিন অমিত শাহকে প্রশ্ন করা হয়েছিল, লাদাখ এবং অরুণাচল নিয়ে চিনের অবস্থানের জবাবে তিব্বত ও তাইওয়ান নিয়ে ভারতের কূটনৈতিক অবস্থান বদলাবে কি না? জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'এই বিষয়ে এখানে কথা বলা ঠিক নয়৷ এটা অত্যন্ত জটিল বিষয় এবং কিছু বললে তার সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে৷ চিন নিয়ে ভারতের কী অবস্থান তা বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সংসদে দাঁড়িয়ে স্পষ্ট করেছেন৷ আমার মনে হয় সেটাই যথেষ্ট৷ চিনের সঙ্গে আমাদের আলোচনা চলছে৷' অমিত শাহ আরও দাবি করেন, গোটা বিশ্বের সমর্থন ভারতের সঙ্গে রয়েছে৷ তিনি বলেন 'আমাদের উদ্দেশ্য মহৎ এবং দৃঢ়৷ ১৩০ কোটির দেশ কোনওদিন কারও সামনে মাথা ঝোঁকাবে না৷ আমরা সঠিক দিশাতেই রয়েছি এবং অধিকাংশ দেশের সমর্থন আমাদের সঙ্গে রয়েছে৷'

  Published by:Debamoy Ghosh
  First published:

  Tags: Amit Shah, India China

  পরবর্তী খবর