বাংলায় প্রথম ভার্চুয়াল র্যালিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক ইস্যুতে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ পরিযায়ী শ্রমিক ইস্যুতে মমতাকে নিশানা করে শাহ বললেন, 'পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা দিতে পশ্চিমবঙ্গ সরকার ব্যর্থ৷'
#কলকাতা: ২০২১ সালের বিধানসভা নির্বাচন পাখির চোখ৷ তারই প্রস্তুতিতে রাজ্যে প্রথম ভার্চুয়াল র্যালি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বাংলায় প্রথম ভার্চুয়াল র্যালিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক ইস্যুতে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ পরিযায়ী শ্রমিক ইস্যুতে মমতাকে নিশানা করে শাহ বললেন, 'পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা দিতে পশ্চিমবঙ্গ সরকার ব্যর্থ৷'
#WATCH Union Home Minister & BJP leader Amit Shah addresses ‘West Bengal Jan-Samvad Rally’ through video conferencing https://t.co/7BWQsslxvT
অমিত বলেন, 'বাংলা মাত্র কয়েকটি ট্রেন চেয়েছে৷ ২৩৬টি ট্রেনে মাত্র ৩ লক্ষ পরিযায়ী শ্রমিককে ফিরিয়েছে৷ মমতাদিদি, আপনি শ্রমিক স্পেশাল ট্রেনকে করোনা এক্সপ্রেস বলেছেন৷ এই কথাই আপনার বেরনোর রাস্তা সুগম করে দিল৷ শ্রমিক ট্রেনের নাম দিলেন করোনা এক্সপ্রেস৷ করোনা এক্সপ্রেস দিদির এগজিট এক্সপ্রেস৷ শ্রমিকরা এই অপমান ভুলবেন না৷'
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'কেন্দ্রের প্রকল্প বাংলায় পৌঁছয় না৷ আয়ুষ্মান ভারত প্রকল্প বাংলায় হয়নি৷ বিজেপি-কে ক্ষমতায় আসতে দিন, আয়ুষ্মান ভারত প্রকল্প বাংলায় আনবে৷ বিজেপি সব টাকার হিসেব দিতে পারে৷ কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী হিসেব দিতে ব্যর্থ৷'