• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • নির্বাচনের ফল প্রকাশের একদিন আগে দিল্লিতে নৈশভোজের আয়োজন অমিত শাহের

নির্বাচনের ফল প্রকাশের একদিন আগে দিল্লিতে নৈশভোজের আয়োজন অমিত শাহের

 • Share this:

  #বেঙ্গালুরু: ২৩-মে পর দেশজুড়ে ফের গেরুয়া ঝড় উঠতে চলেছে ৷ অন্তত একাধিক এক্সিট পোলের সমীক্ষা থেকে এমনটাই ইঙ্গিত মিলছে ৷ তবে, এক্সিট পোলের সমীক্ষার পরই খুশির হাওয়া এনডিএ শিবিরে ৷ চূড়ান্ত ফল ঘোষণার একদিন আগে দিল্লিতে নৈশভোজের আয়োজন করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷

  আগামিকাল অর্থাৎ মঙ্গলবার দিল্লিতে নৈশভোজের আয়োজন করেছেন অমিত শাহ ৷ এনডিএ নেতাদের সমর্থনেই এই নৈশভোজের আয়োজন করা হয়েছে ৷ এই নৈশভোজে হাজির থাকবেন বিদায়ী মন্ত্রীরাও ৷

  এবার দিল্লি কার ? নিউজ এইটিন নেটওয়ার্ক ও ইপসসের বুথ ফেরত সমীক্ষায় মিলেছে ইঙ্গিত। এই এক্সিট পোল অনুযায়ী, ফের ক্ষমতায় আসতে পারে মোদি সরকার ৷ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ, ৪৮.৫% ভোট পেয়ে জিততে পারে ৩৩৬টি আসন ৷ এর মধ্যে বিজেপি ৩৯.৬% ভোট পেয়ে পেতে পারে ২৭৬টি আসন ৷ কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ, ২৫% ভোট পেয়ে জিততে পারে ৮২টি আসন ৷ এর মধ্যে, ১৯% কাছাকাছি ভোট পেয়ে কংগ্রেস পেতে পারে ৪৬টি আসন ৷ তৃণমূল, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, টিআরএস, বিজেডি, বাম, আম আদমি পার্টি, টিডিপি-সহ অন্যান্য পেতে পারে ২৬.৫% ভোট ৷ জিততে পারে ১২৪টি আসন।

  First published: