হোম /খবর /দেশ /
অমিত শাহ ফের হাসপাতালে ! ভর্তি হলেন এইমসে

অমিত শাহ ফের হাসপাতালে ! ভর্তি হলেন এইমসে

পাখির চোখ ২১ ৷ বছর শেষে উৎসবের মরশুমে ঘর গোছাতে ফের বাংলা সফর অমিত শাহের ৷ ২ দিনের রাজ্য সফরে বুধবার রাত সাড়ে আটটা নাগাদ এখানে পৌঁছছেন শাহ ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতার সম্মানে এলাহি আয়োজন ৷ বিশেষত খাবার মেনুতে রয়েছে বিশেষ বিশেষ পদ ৷ File PhotoFile Photo

পাখির চোখ ২১ ৷ বছর শেষে উৎসবের মরশুমে ঘর গোছাতে ফের বাংলা সফর অমিত শাহের ৷ ২ দিনের রাজ্য সফরে বুধবার রাত সাড়ে আটটা নাগাদ এখানে পৌঁছছেন শাহ ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতার সম্মানে এলাহি আয়োজন ৷ বিশেষত খাবার মেনুতে রয়েছে বিশেষ বিশেষ পদ ৷ File PhotoFile Photo

সোমবার বেশি রাতে অমিত শাহকে ভর্তি করা হয় দিল্লির এইমসে ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: স্বাধীনতা দিবসের আগের দিনই করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু খুব বেশিদিন বাড়িতে থাকতে পারলেন না ৷ ফের হাসপাতালে ভর্তি হতে হল স্বরাষ্ট্রমন্ত্রীকে ৷ সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী,সোমবার বেশি রাতে অমিত শাহকে ভর্তি করা হয়েছে দিল্লির এইমসে ৷

AIIMS-এর অধিকর্তা ডাঃ রণদীপ গুলেরিয়ার নেতৃত্বে চিকিত্‍‌সকদের একটি দল অমিত শাহের উপর নজরদারি রাখছেন। শুক্রবার, ১৪ অগাস্ট অমিত শাহের টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং ট্যুইট করে একথা জানান। তবে চিকিৎসকের পরামর্শ আপাতত আরও কিছুদিন তিনি সেলফ আইসোলেশনে থাকবেন বলেও জানিয়েছিলেন শাহ।

এইমসের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে এদিন জানানো হয়, করোনা থেকে সেরে উঠলেও শরীর অত্যাধিক দুর্বল এবং গায়ে গত ৩-৪ দিন ধরেই প্রবল ব্যাথা হচ্ছে অমিত শাহের ৷ সেই কারণে ‘করোনা পরবর্তী চিকিৎসা’-র জন্যই ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে ৷ তিনি ভাল আছেন ৷ এবং হাসপাতাল থেকেই নিজের কাজও করছেন ৷ ’’

দিন কয়েক আগে একবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করোনা রিপোর্ট নিয়ে দেশজুড়ে বিভ্রান্তি ছড়িয়েছিল। অমিত শাহের স্বাস্থ্যের আপডেট দিয়ে ট্যুইট করেছিলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। তিনি ট্যুইটে লেখেন, 'দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে।' যদিও তার কিছুক্ষণ পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে জানানো হয়, নতুন করে আর কোনও কোভিড পরীক্ষা করা হয়নি স্বরাষ্ট্রমন্ত্রীর। পরে নিজের ট্যুইটটি সরিয়েও নেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: AIIMS, Amit Shah