#নয়াদিল্লি: ১৬৩ বছরে এই প্রথমবার । দিল্লির ঐতিহাসিক জামা মমজিদে এমন ছবি আগে দেখেনি ভারত । রমজান শুরু হয়েছে গতকাল থেকে । রমজানের প্রথমদিনেই খাঁ খাঁ করছে মসজিদ প্রাঙ্গন । ১৮৫৭ সাল থেকে এই মসজিদে রমজানের দিন ভিড় করেন মুসলিম ধর্মাবলম্বী মানুষরা । এখানেই হয় নামাজ পাঠ । আজ সে সবই বন্ধ । দেশ জুড়ে চলছে লকডাউন । গত ৩০ দিন ধরে চলছে এই লকডাউন । দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । এ দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৭৮ জন। একদিনে আক্রান্ত হয়েছেন আরও ১৪৯০ জন। যার হাত ধরে দেশে আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৯৪২-এ। এই মারণ ভাইরাসের থাবা থেকে বাঁচতে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার । গতকাল থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস । প্রতি বছর এই দিনে জামা মসজিদে হাজার হাজার মানুষ নামাজ পড়তে আসেন । কিন্তু এ বছর রমজান পালিত হচ্ছে ঘরের মধ্যে । প্রশাসনের নির্দেশে জমায়েত বন্ধ । বন্ধ যে কোনও ধরনের অনুষ্ঠানও । তাই আজ শূন্য জামা মসজিদেও সেই শূন্যতারই ছবি ।