কলকাতা: রাজ্য সরকারের বঙ্গবিভূষণ পুরস্কার নিচ্ছেন না অমর্ত্য সেন। নোবেলজয়ী অর্থনীতিবিদ বর্তমানে বিদেশে রয়েছেন। এমনটাই জানানো হয়েছে অর্থনীতিবিদের পরিবার সূত্রে। কিন্তু কী কারণে তিনি বঙ্গবিভূষণ পুরস্কার নিচ্ছেন না, সেই নিয়ে কিছু জানানো হয়নি৷
সোমবারই রয়েছে 'বঙ্গবিভূষণ' সম্মান প্রদান অনুষ্ঠান। এই সম্মান প্রদান অনুষ্ঠানে অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কেও সম্মান দেওয়া হবে। আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকেও৷ ভার্চুয়াল মাধ্যমেও এই সম্মান গ্রহণের ব্যবস্থা রয়েছে।
আরও পড়ুন : টিকলো না প্রতিরোধ, শেষেমেষ হাউহাউ করে কেঁদে ফেললেন অর্পিতা, ভেঙে পড়লেন তাসের ঘরের মতো...
বঙ্গবিভূষণের পাশাপাশি ২৫ জুলাই ‘বঙ্গভূষণ’ পুরস্কার দেওয়া হবে শিল্পীদেরও। রয়েছেন, গায়ক কৌশিকী চক্রবর্তী এবং শ্রেয়া ঘোষাল, গায়ক অরিজিৎ সিং, তবলা বাদক অনিন্দ্য চট্টোপাধ্যায়, অভিনেতা দেব। বাম নেতা সুজন চক্রবর্তী আগের দিনই অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে বঙ্গবিভূষণ বয়কটের আর্জি জানিয়েছিলেন। তবে অমর্ত্য সেনের পুরস্কার না নেওয়ার নেপথ্যে কী কারণ, তা স্পষ্ট নয়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।