Home /News /national /
Amartya Sen Covid Positive: করোনা পজিটিভ নোবেলজয়ী অমর্ত্য সেন, শান্তিনিকেতনে নিজের বাড়ি প্রতীচীতেই আছেন আইসোলেশনে

Amartya Sen Covid Positive: করোনা পজিটিভ নোবেলজয়ী অমর্ত্য সেন, শান্তিনিকেতনে নিজের বাড়ি প্রতীচীতেই আছেন আইসোলেশনে

বর্তমানে শান্তিনিকেতনে নিজের বাড়ি প্রতীচীতেই আইসোলেশনে রয়েছেন তিনি। সেখানেই চলছে চিকিৎসা।

  • Share this:

#কলকাতা: করোনা পজিটিভ নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে শান্তিনিকেতনে নিজের বাড়ি প্রতীচীতেই আইসোলেশনে রয়েছেন তিনি। সেখানেই চলছে চিকিৎসা।

লকডাউনের কারণে বহুদিন শান্তিনিকেতনে পৈতৃক বাড়িতে আসা হয়নি, গত ১ জুলাই প্রায় ২ বছর পর শান্তিনিকেতনে আসেন অমর্ত্য সেন। গত কয়েকদিন ধরে তাঁর করোনার মৃদু উপসর্গ দেখা যাচ্ছিল। ৮৯ বছর বয়সী অর্থনীতিবিদের বার্ধ্যক্যজনিত অসুখ রয়েছে। চিকিৎসকের পরামর্শ মেনে বাড়িতেই করোনা পরীক্ষা করা হয়, রিপোর্ট পজিটিভ আসে। তবে এই মুহূর্তে অমর্ত্য সেনের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

 সূত্রের খবর, শনিবার শান্তিনিকেতনের বাড়ি থেকে কলকাতা যাওয়ার কথা ছিল অমর্ত্য সেনের। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দিতেন তিনি। ১০ জুলাই অর্থাৎ আগামিকাল লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু কোভিড আক্রান্ত হওয়ায় সে সবই সাময়িক বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে।

Venkateshwar Lahiri
Published by:Rukmini Mazumder
First published:

পরবর্তী খবর