#রাজস্থান: আলওয়ারে গোরক্ষার নামে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করলেন রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী গুলাবচাঁদ কাটারিয়া ৷ ইতিমধ্যেই পুলিশের ভূমিকার তদন্ত শুরু করে দিয়েছে সেই কমিটি ৷
গোরু পাচারকারী সন্দেহে রাজস্থানের আলওয়ারে পিটিয়ে খুন করা হয় আকবর খান নামে এক ব্যক্তিকে৷ ওই যুবককে পিটিয়ে হত্যা করে স্বঘোষিত গোরক্ষকরা। এই ঘটনায় দু’জনকে এখনও পর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ৷ ধৃতদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন আকবরের বাবা৷ মৃত আকবর হরিয়ানার কোলগাঁওয়ের বাসিন্দা৷ পুলিশ জানায়, শুক্রবার রাতে দুটো গোরু নিয়ে গ্রামের দিকে ফিরছিলেন ৷ ওই সঙ্গীও তখন ছিলেন আকবরের সঙ্গে ৷ সেই সময় কিছু যুবক তাঁদের গোরু পাচারকারী সন্দেহে মারতে শুরু করে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় আকবরের ৷ গুরুতর আহত হন তাঁর সঙ্গী।
ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ পুলিশ তাঁদের অভিযোগ নিতে চায়নি বলে দাবি করেছেন আকবরের পরিবার ৷ আজ অর্থাত্ সোমবার সংবাদমাধ্যমকে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মিডিয়ায় তিনি শুনেছেন, এই ঘটনায় তত্পর নয় পুলিশ ৷ তাই তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে ৷ পুলিশের ভূমিকার তদন্ত করবে এই কমিটি ৷
কিছু দিন আগেই গণপিটুনি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সুপ্রিম কোর্ট। উন্মত্ত জনতার হাতে আইন চলে যেতে পারে না বলে জানিয়ে দিয়েছিল শীর্ষ আদালত।