#প্রয়াগরাজ: উত্তরপ্রদেশে করোনা সংক্রমণের পরিস্থিতি দেখে এলাহাবাদ হাইকোর্টের তরফে অতন্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশ দেওয়া হয়েছে ৷ হাইকোর্টের তরফে জানানো হয়েছে, কোনও ব্যক্তি বাড়ি থেকে মাস্ক ছাড়া বেরলো তাদের বিরুদ্ধে পুলিশি তদন্ত করা হবে ৷ উত্তরপ্রদেশে কোয়ারেন্টাইন সেন্টারের খারাপ পরিকাঠামো এবং কোভিড হাসপাতালে চিকিৎসা সুবিধা আরও উন্নত করার বিষয়ে একটি পিআইএল দায়ের করা হয়েছিল ৷ এই পিআইএল-এর শুনানিতে হাইকোর্টের তরফে এরকম নির্দেশ দেওয়া হয়েছে ৷
হাইকোর্টের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে কোনও নাগরিক বাড়ির বাইরে মাস্ক ছাড়া যেন না বেরোয় ৷ যদি কেউ মাস্ক না পরে তাহলে তিনি গোটা সমাজের প্রতি অপরাধ করছেন ৷
উত্তরপ্রদেশের সমস্ত থানার পুলিশ টাস্ট ফোর্স মাস্ক ছাড়া ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত করতে পারবেন ৷ পাশাপাশি এটাও জানানো হয়েছে যে হোম আইসোলেশনে থাকা রোগীদেরও চিকিৎসা সুবিধা দেওয়া হবে ৷ আদালতের তরফে জানানো হয়েছে, হোম আইসোলেশনে থাকা রোগীদের এক্স রে ও সিটি স্ক্যান করার জন্য প্রত্যেক জেলায় আলাদা হাসপাতালের ব্যবস্থা করতে হবে ৷
দেশে করোনা সংক্রমণের সংখ্যা ৫৮ লক্ষ ১৮ হাজার ৫৭১ হয়ে গিয়েছে ৷ গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮৬,০৫২ জন ৷ বৃহস্পতিবার করোনায় মৃত্যু হয়েছে ১১৪১ জনের ৷ এর জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯২,২৯০ ৷ এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৪৭,৫৬,১৬৫ জন ৷ বর্তমানে ৯ লক্ষ ৭০ হাজার ১১৬ অ্যাক্টিভ কেস রয়েছে ৷
আমেরিকা ও ব্রাজিলে করোনা আক্রান্তের হার কিছুটা কমেছে ৷ কিন্তু ভারতে করোনা মহামারী হু হু করে বেড়েই চলেছে ৷ করোনা আক্রান্তের সংখ্যায় ভারত দ্বিতীয় স্থানে রয়েছে ৷ সবচেয়ে বেশি মৃত্যুর মামলায় ভারত তৃতীয় স্থানে রয়েছে ৷ ভারতীয় দ্বিতীয় এমন একটি দেশ যেখানে অ্যাক্টিভ কেসের সংখ্যা সবচেয়ে বেশি ৷