করোনার জেরে এবার ছাত্র-ছাত্রীরা পরীক্ষা না দিলেও পরবর্তী ক্লাসে উঠতে সমস্যা হবে না। সারা দেশের সমস্ত কেন্দ্রীয় বিদ্যালয়েই এই নিয়ম কার্যকর হবে। বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় বিদ্যালয় কর্তৃপক্ষ।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম শ্রেণির থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। করোনা ভাইরাস সংক্রমণের জেরে ৩১ মার্চ পর্যন্ত কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন দেশের প্রত্যেকটি কেন্দ্রীয় বিদ্যালয় স্কুলগুলিতে ছুটি ঘোষণা করেছে। এই ছুটির সময়সীমা বাড়াতে পারে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন।
দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। কম বেশি এই মুহূর্তে প্রত্যেকটি রাজ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশের প্রত্যেকটি জায়গাতেই কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন পরিচালিত কেন্দ্রীয় বিদ্যালয় স্কুল রয়েছে। এ রাজ্যেও বিশেষত কলকাতাতেও একাধিক কেন্দ্রীয় বিদ্যালয় স্কুল আছে। সর্বত্রই পরিস্থিতি বিবেচনা করে ছুটির সময় সীমা বাড়ানো হতে পারে। তবে পরীক্ষা চলাকালীন ই স্কুল গুলিকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়় সংগঠন।
মঙ্গলবারের ওই বিবৃতিতে পরীক্ষা দিয়েছে বা দিতে পারেনি, সব ধরনের পড়ুয়াদের ই পরবর্তী ক্লাসে তুলে দিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে:
-সোমরাজ বন্দোপাধ্যায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus