১৫ দিনের মধ্যে সব পরিযায়ী শ্রমিককে নিজের রাজ্যে ফেরাতে হবে: সুপ্রিম কোর্ট
Image Collected
পরিযায়ী শ্রমিকদের দুর্দশা নিয়ে একটি জনস্বার্থ মামলার শুনানিতে মঙ্গলবার সুপ্রিম কোর্ট বলে, শ্রমিকদের তাঁদের নিজেদের রাজ্যে ফেরার জন্য আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে ট্রেনের ব্যবস্থা করতে হবে কেন্দ্রকে৷
#নয়াদিল্লি: সম্পূর্ণ কর্মহীন অবস্থায় এখনও বহু পরিযায়ী শ্রমিক নিজের বাড়ি থেকে বহু দূরে ভিনরাজ্যে আটকে রয়েছেন৷ ১৫ দিনের মধ্যে তাঁদের বাড়ি ফেরানো হোক৷ কেন্দ্র ও রাজ্যগুলিকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷
'Centre and states have to prepare a list for identification of migrant workers in a streamlined manner. Employment relief to be mapped out and skill-mapping to be carried out to migrant labourers', Supreme Court said in its order. https://t.co/Nt7oy2K81R
পরিযায়ী শ্রমিকদের দুর্দশা নিয়ে একটি জনস্বার্থ মামলার শুনানিতে মঙ্গলবার সুপ্রিম কোর্ট বলে, শ্রমিকদের তাঁদের নিজেদের রাজ্যে ফেরার জন্য আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে ট্রেনের ব্যবস্থা করতে হবে কেন্দ্রকে৷ সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশনের মাধ্যমে চিহ্নিতকরণ করতে হবে৷ একই সঙ্গে নিজের রাজ্যে ফেরার পরে কর্মহীন পরিযায়ী শ্রমিকদের কাজের কী বন্দোবস্ত করা হচ্ছে, সেই পরিকল্পনা রাজ্য সরকারগুলিকে আদালতে পেশ করারও নির্দেশ দিল শীর্ষ আদালত৷ বাড়ি ফেরা পরিযায়ী শ্রমিকদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করার জন্য রাজ্যগুলিকে নির্দেশ সর্বোচ্চ আদালতের৷
সুপ্রিম কোর্টের বেঞ্চ বলে, 'পরিযায়ী শ্রমিকদের চিহ্নিতকরণের ব্যবস্থা করতে কেন্দ্র ও রাজ্যগুলিকে তালিকা তৈরি করতে হবে৷ পরিযায়ীদের কাজের ব্যবস্থা, স্কিল ম্যাপিং-সহ যাবতীয় ব্যবস্থা করতে হবে৷'
প্রসঙ্গত, গত শুক্রবার দিল্লি ও উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টকে জানায়, বহু পরিযায়ী শ্রমিক তাঁদের নিজেদের রাজ্যেই ফিরতে চাইছেন না৷