#নয়াদিল্লি: দলীয় বিধায়ক, সাংসদের পর এবার দলীয় কর্মীদের কাছে মাত্র ১০০ টাকা অনুদানের আর্জি রাখলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷ সমস্ত কর্মীর উদ্দেশ্যে তিনি বার্তা রাখেন যে এই কঠিন সময় সব কর্মী প্রধানমন্ত্রী করোনা ফান্ডে ১০০ টাকা করেন অনুদান করেন৷ তবে শুধু টাকা দিলেই হবে না৷ তারাও যেন নিজেরা দায়িত্ব নিয়ে আরও ১০ জন কর্মীকে অনুদান দিতে অনুপ্ররণা করেন৷ করোনা
ভাইরাসের বিরুদ্ধে লড়তে প্রয়োজন প্রচুর অর্থের৷ কারণ স্বাস্থ্য ক্ষেত্রে আরও অনেক উন্নতির প্রয়োজন৷ মূলত এই কারণে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল গড়েছেন৷ শুধু তাই নয়, যারা প্রিয়জনকে হারাচ্ছেন করোনায়, তাদেরকেও অর্থ সাহায্য করা হচ্ছে৷ অর্থাৎ করোনার মোকাবিলায় এবং আক্রান্তদের পাশে দাঁড়াতেই এই অনুদান৷ ইতিমধ্যেই দলের বিধায়ক, সাংসদদের এই অনুদানের কথা বলা হয়েছে৷ এবার সমস্ত কর্মীর কাছে এই আর্জি রাখলেন দলের সভাপতি৷
मैं आप सभी से अपील करता हूँ कि #PMCaresFund मे अपना योगदान अवश्य दें।हमारा छोटा सा सहयोग बहुत बड़ा योगदान कर सकता है।मैं हर भाजपा कार्यकर्ता से यह निवेदन करता हूँ कि वह कम से कम 100 रु का योगदान पीएम केयर फंड में अवश्य करें और दस अन्य लोगों को भी योगदान करने के लिए प्रेरित करें। pic.twitter.com/xQHM0T0yTB
— Jagat Prakash Nadda (@JPNadda) March 30, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, JP Nadda, Lockdown, PM Fund