#মহারাষ্ট্র: মদ্যপায়ীদের জন্য সুখবর। মহারাষ্ট্রে লকডাউনের মধ্যেও খোলা থাকতে পারে মদের দোকান, জানিয়ে দিলেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে। তবে, সামাজিক দূরত্ব বজায় রেখে দোকান কিনতে হবে মদ। দেশে করোনায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মহারাষ্ট্র। মৃত ও আক্রান্তের সংখ্যা সর্বাধিক। যেখানে ৩ মে পর্যন্ত দেশে লকডাউন ঘোষিত হয়েছে, অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া লকডাউনের আওতায় রয়েছে সমস্ত কিছুই, সেখানে মহারাষ্ট্র কিছুটা ছাড় দিল। সোমবার থেকেই গোটা রাজ্য জুড়ে খোলা শুরু হয়েছে মদের দোকান। স্বাস্থ্যমন্ত্রী জানান, রাজ্যে ৭৬ হাজার করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে, যারমধ্যে শুধুমাত্র মুম্বইতেই করা হয়েছে ৫০ হাজার পরীক্ষা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Liquor Shop, Maharashtra