• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ‘অসমে দ্রুত বাড়ছে অনুপ্রবেশ, বিজেপির থেকেও দ্রুত উত্থান’, সেনাপ্রধান রাওয়াতের মন্তব্যে বিতর্ক

‘অসমে দ্রুত বাড়ছে অনুপ্রবেশ, বিজেপির থেকেও দ্রুত উত্থান’, সেনাপ্রধান রাওয়াতের মন্তব্যে বিতর্ক

Bipin-Rawat

Bipin-Rawat

‘অসমে দ্রুত বাড়ছে এআইইউডিএফ, বিজেপির থেকেও দ্রুত উত্থান’, সেনাপ্রধান রাওয়াতের মন্তব্যে বিতর্ক

 • Share this:

   #নয়াদিল্লি: সেনাপ্রধানের গলায় আরএসএসের সুর? অনুপ্রবেশের কারণেই অসমে দ্রুত বাড়ছে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট। দলটির শক্তিবিস্তার বিজেপির থেকেও দ্রুত। সেনাপ্রধানের এই মন্তব্যেই শুরু হয়েছে বিতর্ক। মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। তাদের দাবি, রাজনৈতিক মন্তব্য করেছেন সেনাপ্রধান। অসমের দলটির পাশে দাঁড়িয়েছে কংগ্রেসও। যদিও রাওয়াতের মন্তব্যকে সতর্কবার্তা হিসেবেই দেখছে বিজেপি।

  এক আলোচনা সভায় সেনাপ্রধানের এই মন্তব্যকে ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট বা এআইইউডিএফের প্রতিষ্ঠা ২০০৫ সালে। বর্তমানে দলের তিনজন সাংসদ এবং অসমে তেরোজন বিধায়ক রয়েছেন। সীমান্ত সুরক্ষা নিয়ে ভাষণ দিতে গিয়ে এআইইউডিএফ-এর শক্তিবৃদ্ধিকেই তুলে ধরেন সেনাপ্রধান। অনুপ্রবেশের কারণেই ওই দলের এতটা বাড়বাড়ন্ত বলে মনে করেন বিপিন রাওয়াত। সেনাপ্রধানের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে এআইইউডিএফ। তাদের অভিযোগ, রাওয়াতের মন্তব্য পুরোপুরি রাজনৈতিক এবং দুর্ভাগ্যজনক। সেনাপ্রধানের পক্ষে যা শোভা পায় না। সমালোচনায় সরব কংগ্রেসও।

  ভারতে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করেছে পাকিস্তান। তাদের মদত দিচ্ছে চিন। অনুপ্রবেশ সমস্যার জন্য নাম না করে দুই প্রতিবেশীকে বিঁধেছেন সেনাপ্রধান। এই প্রসঙ্গেই সংখ্যালঘু ভোটব্যাঙ্ক নির্ভর এআইইউডিএফের অগ্রগতি প্রসঙ্গ টানেন বিপিন রাওয়াত। সেনাপ্রধানের মন্তব্যকে একেবারেই রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখতে রাজি নয় বিজেপি।

  সেনাপ্রধানের বিরুদ্ধে রাজনৈতিক মন্তব্য করার অভিযোগ খারিজ করেছে সেনাবাহিনীও। তাদের দাবি, উত্তর-পূর্বের সংহতি, সুরক্ষা এবং উন্নয়ন নিয়েই কথা বলেছেন সেনাপ্রধান। রাজনীতি বা ধর্ম নিয়ে তিনি কিছু বলেননি।

  First published: