Home /News /national /

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ঐশ্বর্য রাই !

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ঐশ্বর্য রাই !

Representative Image

Representative Image

খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ঐশ্বর্য রাই ! রাষ্ট্রীয় জনতা দলের সুপ্রিমো লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ যাদবকেই তিনি বেছে নিয়েছেন পাত্র হিসেবে ৷

 • Share this:

  #পটনা: খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ঐশ্বর্য রাই ! রাষ্ট্রীয় জনতা দলের সুপ্রিমো লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ যাদবকেই তিনি বেছে নিয়েছেন পাত্র হিসেবে ৷ চমকে গেলেন ? অবাক হবেন না ৷ কারণ এই ঐশ্বর্য রাই বচ্চন বধূ নন ৷ তিনি হলেন আরজেডি দলের বরিষ্ঠ নেত্রী চন্দ্রিকা রাইয়ের বড় মেয়ে ৷

  পশুখাদ্য মামলায় দোষী সব্যস্ত হয়ে আপাতত জেলেই দিন কাটাচ্ছেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব ৷ তাই আপাতত রাজনীতির সমস্ত গুরুদায়িত্ব সামলাচ্ছেন লালুর বড় ছেলে তেজপ্রতাপ যাদব ৷ আগামী ১৮ এপ্রিল পটনার একটি পাঁচতারা হোটেলে তাঁদের আংটি বদল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷

  Photo: News 18 Photo: News 18

  চন্দ্রিকা রাইয়ের তিন মেয়ের মধ্যে সবথেকে বড় ঐশ্বর্য ৷ এছাড়াও তার আরও তিন বোন এবং এক ভাই রয়েছে ৷ বিহারের ছাপড়া জেলার বাসিন্দা ঐশ্বর্য দিল্লি থেকে পড়াশুনা করেছেন ৷ জাতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১২ মে তেজপ্রতাপের সঙ্গে ঐশ্বর্যের বিয়ের দিন স্থির হয়েছে ৷

  First published:

  Tags: Aaishwarya rai, Lalu Prasad Yadav, RJD, Tej Pratap Yadav

  পরবর্তী খবর