#কলকাতা: করোনা পরিস্থিতিতে ২৩ মার্চ থেকে সারা দেশে বন্ধ ছিল বিমান পরিষেবা। ২৫ মে থেকে দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে আকাশপথে যোগাযোগ চালু হয়েছে কেন্দ্রীয় নির্দেশ মেনে।
এক নজরে চোখ বুলিয়ে নেওয়া যাক এই মুহূর্তে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে হলে কী কী বিধি মানতে হচ্ছে?
অল্প সময়ের জন্য যাত্রা হলে কোয়ারেন্টাইনের দরকার হচ্ছে না পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, তামিলনাড়ু, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তেলঙ্গানা, পঞ্জাব, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কেরল, কর্ণাটক, ঝাড়খণ্ড, হরিয়ানা, গুজরাত, গোয়া, দিল্লি, ছত্তিসগড়, চণ্ডীগড় এবং বিহার-এ। বিমানবন্দরে শুধুমাত্র থার্মাল স্ক্রিনিং হবে।
আন্দামান-নিকোবর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, মণিপুর, জম্মু-কাশ্মীর, হিমাচলপ্রদেশ, আর অসমে কোভিড টেস্ট করা বাধ্যতামূলক।
১. আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ
পোর্টব্লেয়ার বিমানবন্দরে কোভিড টেস্ট করানো বাধ্যতামূলক। রিপোর্ট নেগেটিভ আসা পর্যন্ত অথবা ন্যূনতম ৭ দিন কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক।
২. অন্ধ্রপ্রদেশ
উপসর্গহীন যাত্রীদের জন্য কোয়ারেন্টাইন বাধ্যতামূলক নয়। বিমানবন্দরে হবে থার্মাল স্ক্রিনিং।
৩. অসম
একই দিনে আসা, যাওয়ার টিকিট বুক করা থাকলে কোয়ারেন্টাইন দরকার নেই।
৪. হিমাচলপ্রদেশ
রেড জোন থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক।
৫. জম্মু-কাশ্মীর
সমস্ত যাত্রীদের জন্য টেস্ট এবং কোয়ারেন্টাইন বাধ্যতামূলক।
৬. কেরল
ই-পাস বাধ্যতামূলক। সাত দিনের কম সময়ের জন্য কেরল গেলে দরকার নেই কোয়ারেন্টাইন।
৭. মণিপুর
থার্মাল স্ক্রিনিং, কোয়ারেন্টাইন বাধ্যতামূলক।
৮. মেঘালয়
সমস্ত যাত্রীর জন্য টেস্ট এবং ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক।
৯. মিজোরাম
এম-পাস, থার্মাল স্ক্রিনিং এবং কোয়ারেন্টাইন বাধ্যতামূলক।
১০. পঞ্জাব
উপসর্গহীনদের জন্য ৫ দিনের হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। ৭২ ঘণ্টার জন্য পঞ্জাব গেলে ছাড় রয়েছে। বিজনেস এবং কর্পোরেট ট্র্যাভেলারদের কোয়ারেন্টাইন দরকার নেই।
১১. তামিলনাডু
বিজনেস ট্রাভেলার ছাড়া সবাইকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।
১২. ত্রিপুরা
কর্পোরেট ট্র্যাভেলার ছাড়া সবাইকে ১৪ দিনের কোয়ারেন্টাইন দশা কাটাতে হবে গৃহবন্দি হয়ে।
এদিকে আন্তর্জাতিক বিমান পরিষেবার ওপর কেন্দ্রীয় নিষেধাজ্ঞা বাড়ল আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের ডিরেক্টর জেনারেল জানিয়েছেন বিশেষ ক্ষেত্র ছাড়া অতিমারী আবহে আন্তর্জাতিক উড়ান বন্ধ থাকবে নভেম্বরের শেষ পর্যন্ত। গত ২৩ মার্চ থেকেই করোনা পরিস্থিতিতে বন্ধ রয়েছে বিমান পরিষেবা। তবে জুলাই থেকে 'বন্দে ভারত' অভিযান এবং 'এয়ার বাবল' চুক্তির অংশ হিসেবে বাছাই করা কিছু দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ রয়েছে ভারতের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Air Travel