#নয়াদিল্লি: রাতারাতি ৫০ জন পাইলটকে ছাঁটাই করে দিল রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহণ সংস্থা এয়ার ইন্ডিয়া৷ অবৈধ ভাবে তাঁদের চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে, এই অভিযোগে ম্যানেজমেন্টের হস্তক্ষেপ দাবি করল পাইলট সংগঠন৷
শুক্রবার পাইলট সংগঠনের (ICPA) পক্ষ থেকে এয়ার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রাজীব বনসলকে চিঠি দেওয়া হয়েছে৷ ICPA ট্যুইটারে লিখেছে, 'এ সব কী হচ্ছে? কোনও রকম আইনি প্রক্রিয়া না মেনেই রাতারাতি ৫০ জন পাইলটকে ছেঁটে ফেলা হল৷ এই অতিমারির মধ্যে যাঁরা দেশের সেবা করলেন, তাঁদেরই ছেঁটে দেওয়া হল৷ আমরা স্তম্ভিত৷'
সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার দক্ষিণাঞ্চলে অনেক ক্রু মেম্বারেরও কন্ট্রাক্টও পুনর্বিকরণ করা হয়নি৷ তাঁরা প্রত্যেকেই এয়ার ইন্ডিয়ায় মেয়াদ ৫ বছর চাকরি করছেন৷ দক্ষিণাঞ্চলে মোট ১৮ জন কেবিন ক্রু-কে ছাঁটাই করা হয়েছে প্রথম পর্যায়ে৷
বৃহস্পতিবার রাতে ৫০ জন পাইলটকে ছাঁটাইয়ের চিঠি ধরায় এয়ার ইন্ডিয়া৷ এই পাইলটরা গত বছর দীর্ঘ দিন বেতন না হওয়ার কারণে ইস্তফা দিয়েছিলেন৷ এরপর ৬ মাসের মধ্যে ইস্তফা প্রত্যাহার করে তাঁরা কাজে যোগ দেন৷ ১ বছর পরে তাঁদের হঠাত্ই বরখাস্ত করা হল৷ এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, করোনা পরিস্থিতিতে খরচ কমাতেই ছাঁটাই করা হয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Air India