#মুম্বই: আশঙ্কা বাড়িয়ে এক এয়ার ইন্ডিয়া-র কর্মীর দেহে মিলল করোনা ভাইরাস৷ ওই ব্যক্তি লকডাউনের ঠিক আগে শেষ ডোমেস্টিক ফ্লাইটে ছিলেন৷ সোমবার তাঁকে যোগেশ্বরীতে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আতঙ্কের হল, লকডাউন ঘোষণার পরে শেষ ডোমেস্টিক ফ্লাইটে যাত্রী সংখ্যা ভালোই ছিল৷
এয়ার ইন্ডিয়ার AIATSL-এর প্রধান এ কে শর্মার সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করা যায়নি৷ AIATSL এয়ার ইন্ডিয়ার গ্রাউন্ড হ্যান্ডেল করে৷ সূত্রের খবর, যে দিন সরকার সব ডোমেস্টিক ফ্লাইটও বাতিল করল, সেই ঘোষণার ঠিক আগে শেষ ডোমেস্টিক ফ্লাইটের দেখভাল করেছিলেন এয়ার ইন্ডিয়ার ওই মহিলা কর্মী৷ গত বুধবারের ঘটনা৷
রবিবারই স্পাইস জেটের এক পাইলটের শরীরে মিলেছে করোনা ভাইরাস৷ সংস্থার তরফে ট্যুইট করে তা জানানো হয়েছে৷ ওই পাইলট মার্চ মাসে কোনও আন্তর্জাতিক বিমান চালাননি বলেও জানিয়েছে সংস্থা৷
তবে এয়ার ইন্ডিয়ার কর্মীর বিষয়ে সংস্থা জানিয়েছে, গত বুধবার ডোমেস্টিক বিমান সম্পূর্ণ বাতিলের আগে শেষ উড়ানটি ছিল চেন্নাই থেকে দিল্লি৷ ওই বিমানেরই দেখভাল করেছিলেন ওই কর্মী৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Coronavirus in India