হোম /খবর /দেশ /
বেতন হ্রাস হয়েছে ৭০ শতাংশ! নিলামে অংশগ্রহণ থেকে বিরত থাকার পরামর্শ পাইলটদের

বেতন হ্রাস হয়েছে ৭০ শতাংশ! নিলামে অংশগ্রহণ থেকে বিরত থাকার পরামর্শ Air India-র পাইলটদের

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এয়ার ইন্ডিয়ায় ম্যানেজমেন্ট কর্মীদের মাত্র ১০% বেতন কমলেও পাইলটদের বেতন হ্রাস হয়েছে ৭০%। তা নিয়েই সরব পাইলট সংগঠনগুলি।

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: এয়ার ইন্ডিয়ার নিলামের অংশ হিসেবে পাইলটদের যে নিলাম হবে, তাতে তাদের অংশ না নিতে বলল পাইলটদের সংগঠন। ইন্ডিয়ান কমার্শিয়াল পাইলটস অ্যাশোসিয়েসন (আইসিপিএ) এবং ইন্ডিয়ান পাইলটস গিল্ড (আইপিজি) সম্প্রতি এই আবেদন করেছে।

এয়ার ইন্ডিয়ায় ম্যানেজমেন্ট কর্মীদের মাত্র ১০% বেতন কমলেও পাইলটদের বেতন হ্রাস হয়েছে ৭০%। তার বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছেন পাইলট সংগঠনগুলি। অন্য বিমান সংস্থাগুলি বেতন হ্রাসের পরিমাণ কমালেও এয়ার ইন্ডিয়া কেন এখনও কমায়নি, তা নিয়ে সরব হয়েছে সংগঠনগুলি।

সংগঠনের তরফে পাইলটদের বলা হয়েছে, বাইরে থেকে আসা সংস্থা এয়ার ইন্ডিয়া সংস্থাকে কেনার সঙ্গে তাদের কর্মীদেরকেও নিলামে কিনতে পারে। এই অবস্থায় কর্মীরা নিলামে উঠলে, তাঁদের বেতন বৃদ্ধির বদলে কমে যাবে কারণ। কারণ তাঁদের এখন যা বেতন তার উপর ভিত্তি করেই নিলাম হবে। কাজেই সংগঠনগুলির দাবি অবিলম্বে পাইলটদের বেতন বৃদ্ধির পাশাপাশি বকেয়া যা রয়েছে, তা-ও মিটিয়ে দিতে হবে।

পাইলট সংগঠনের এক নেতার কথায়, "এ ভাবে দিনের পর দিন পাইলটদের ঠকিয়ে যাচ্ছে এয়ার ইন্ডিয়া। সংস্থার মাথাদের মাত্র ১০% বেতন কমেছে আর পাইলটদের  সেখানে ৭০%। এর বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে যাব।"

SHALINI DATTA

Published by:Shubhagata Dey
First published:

Tags: Air India Pilot