#বিজয়ওয়াড়া: অবতরণের সময় বিজওয়াড়া আন্তর্জাতিক বিমানবন্দরে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান৷ যদিও বরাতজোরে কোনও বড় ক্ষয়ক্ষতি হয়নি৷ সুরক্ষিতই রয়েছেন বিমানে থাকা ৬৪জন যাত্রী এবং বিমানকর্মীরা৷ কাতারের দোহা থেকে বিজয়ওয়াড়ায় আসছিল বিমানটি৷ সকাল ১০.২৫ মিনিটে দোহা থেকে বিমানটি রওনা দিয়েছিল৷
কীভাবে এই বিপত্তি ঘটল সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি৷ তবে এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷
গতকাল শুক্রবারই শারজা থেকে কোঝিকোড়গামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় তিরুবন্তপুরম বিমানবন্দরে জরুির অবতরণ করতে হয়৷ বিমানটি হাইড্রলিক সিস্টেমে সমস্যা দেখা দিয়েছিল৷ কোঝিকোড়ে যেহেতু পাহাড়ের উপরে বিমানবন্দর রয়েছে, তাই ঝুঁকি না নিয়ে সেটিকে তিরুবন্তপুরমে পাঠিয়ে দেওয়া হয়৷ ওই বিমানটিতেও ১০৪জন যাত্রী এবং ৮জন বিমানকর্মী ছিলেন৷
গত বছর কোঝিকোড় বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসেরই একটি বিমান রানওয়ে টপকে গিয়ে খাদে পড়ে গিয়েছিল৷ ভয়াবহ সেই দুর্ঘটনার পর এই নিয়ে তৃতীয় বার উপসাগরীয় দেশগুলি থেকে আসা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে বিপত্তি দেখা দিল৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Air India