হোম /খবর /দেশ /
'বাবরি মসজিদ ছিল, মসজিদই থাকবে,' ভূমিপুজোর আগে ট্যুইট মুসলিম ল' বোর্ডের

'বাবরি মসজিদ ছিল, মসজিদই থাকবে,' ভূমিপুজোর আগে ট্যুইট মুসলিম ল' বোর্ডের

Representative Image

Representative Image

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল' বোর্ড (AIMPLB) ট্যুইট করল, বাবরি মসজিদ ছিল৷ এবং মসজিদই থাকবে৷ তুরস্কের হাগিয়া সোফিয়া (তুর্কি ভাষায় আয়া সোফিয়া) Hagia Sophia মসজিদের উদাহরণ টেনে AIMPLB-এর ট্যুইট, তুরস্কের আয়া সোফিয়া সবচেয়ে বড় উদাহরণ৷

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো আর কিছুক্ষণ পরেই৷ এ হেন সময়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল' বোর্ড (AIMPLB) ট্যুইট করল, বাবরি মসজিদ ছিল৷ এবং মসজিদই থাকবে৷ তুরস্কের হাগিয়া সোফিয়া (তুর্কি ভাষায় আয়া সোফিয়া) Hagia Sophia মসজিদের উদাহরণ টেনে AIMPLB-এর ট্যুইট, তুরস্কের আয়া সোফিয়া সবচেয়ে বড় উদাহরণ৷

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল' বোর্ড-এর ট্যুইট, 'বাবরি মসজিদ ছিল ও সর্বদা মসজিদই থাকবে৷ অন্যতম উদাহরণ হল তুরস্কের Hagia Sophia৷ ভেঙে পড়ার মতো কিছু হয়নি৷ পরিস্থিতি সর্বদা এক রকম থাকে না৷ লজ্জাজনক, সংখ্যাগরিষ্ঠদের তুষ্ট করা একটি বিচার কখনও এর মূল অবস্থানকে পরিবর্তন করতে পারে না৷'

AIMPLB নেতা আসাদউদ্দিন ওয়াইসির বক্তব্য, বাবরি মসজিদ ওখানেই ছিল এবং থাকবে৷ তিনি একটি ট্যুইটে লেখেন, 'বাবরি মসজিদ থি, হ্যায় ও রহেঙ্গে ইনসাইল্লাহ৷'

গত বছর ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট অযোধ্যা মামলার রায়ে জানায়, ২.৭৭ একর বিতর্কিত জমিটি পুরোটাই রামলালাকে হস্তান্তর করা উচিত৷ ৫ বিচারপতির ডিভিশন কেন্দ্রকে নির্দেশ দেয়, সুন্নি ওয়াকফ বোর্ডকে অযোধ্যাতে ৫ একর জমি দিতে মসজিদ নির্মাণের জন্য৷

অযোধ্যা রায়ের পরে সুন্নি ওয়াকফ বোর্ড ওই রায়ের পুনর্বিবেচনার আর্জিও জানায়নি৷ যদিও AIMPLB জানিয়ে দেয়, তারা রায়ের পুনর্বিবেচনার আর্জি জানাবে সুপ্রিম কোর্টে৷

খবরটি ইংরেজিতে পড়তে ক্লিক করুন

Published by:Arindam Gupta
First published:

Tags: Ram Mandir