#নয়াদিল্লি: অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো আর কিছুক্ষণ পরেই৷ এ হেন সময়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল' বোর্ড (AIMPLB) ট্যুইট করল, বাবরি মসজিদ ছিল৷ এবং মসজিদই থাকবে৷ তুরস্কের হাগিয়া সোফিয়া (তুর্কি ভাষায় আয়া সোফিয়া) Hagia Sophia মসজিদের উদাহরণ টেনে AIMPLB-এর ট্যুইট, তুরস্কের আয়া সোফিয়া সবচেয়ে বড় উদাহরণ৷
#BabriMasjid was and will always be a Masjid. #HagiaSophia is a great example for us. Usurpation of the land by an unjust, oppressive, shameful and majority appeasing judgment can't change it's status. No need to be heartbroken. Situations don't last forever.#ItsPolitics pic.twitter.com/nTOig7Mjx6
— All India Muslim Personal Law Board (@AIMPLB_Official) August 4, 2020
অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল' বোর্ড-এর ট্যুইট, 'বাবরি মসজিদ ছিল ও সর্বদা মসজিদই থাকবে৷ অন্যতম উদাহরণ হল তুরস্কের Hagia Sophia৷ ভেঙে পড়ার মতো কিছু হয়নি৷ পরিস্থিতি সর্বদা এক রকম থাকে না৷ লজ্জাজনক, সংখ্যাগরিষ্ঠদের তুষ্ট করা একটি বিচার কখনও এর মূল অবস্থানকে পরিবর্তন করতে পারে না৷'
AIMPLB নেতা আসাদউদ্দিন ওয়াইসির বক্তব্য, বাবরি মসজিদ ওখানেই ছিল এবং থাকবে৷ তিনি একটি ট্যুইটে লেখেন, 'বাবরি মসজিদ থি, হ্যায় ও রহেঙ্গে ইনসাইল্লাহ৷'
#BabriMasjid thi, hai aur rahegi inshallah #BabriZindaHai pic.twitter.com/RIhWyUjcYT
— Asaduddin Owaisi (@asadowaisi) August 5, 2020
গত বছর ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট অযোধ্যা মামলার রায়ে জানায়, ২.৭৭ একর বিতর্কিত জমিটি পুরোটাই রামলালাকে হস্তান্তর করা উচিত৷ ৫ বিচারপতির ডিভিশন কেন্দ্রকে নির্দেশ দেয়, সুন্নি ওয়াকফ বোর্ডকে অযোধ্যাতে ৫ একর জমি দিতে মসজিদ নির্মাণের জন্য৷
অযোধ্যা রায়ের পরে সুন্নি ওয়াকফ বোর্ড ওই রায়ের পুনর্বিবেচনার আর্জিও জানায়নি৷ যদিও AIMPLB জানিয়ে দেয়, তারা রায়ের পুনর্বিবেচনার আর্জি জানাবে সুপ্রিম কোর্টে৷
খবরটি ইংরেজিতে পড়তে ক্লিক করুন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ram Mandir