#নয়াদিল্লি: কথা ছিল ১২ টায় শুরু হবে ট্রাক্টর মিছিল। কিন্তু সকাল আটটা বাজতে না বাজতেই রাজপথের দখল নিল কৃষকরা। সিংঘু সীমান্তে ভাঙল পুলিশের ব্যারিকে়ড। পাঁচ হাজার কৃষকের জমায়েতের কাছে রীতিমতো অসহায় দেখাল দিল্লি পুলিশকে। বেলা গড়াতে সঞ্জয়গান্ধী নগরের কাছে মিছিল আসতে কাঁদানে গ্যাসও ছুড়ল দিল্লি পুলিশ
সাধারণতন্ত্র দিবসে তিনটি পথে মিছিল করার অনুমতি পান কৃষিআইন বিরোধী বিক্ষুব্ধ কৃষকরা। শর্তও বেঁধে দেওয়া হয়, বলা হয় কোনও দেশবিরোধী স্লোগান দেওয়া যাবে না। তবে মঙ্গলবার সকালে একদিকে যখন রাজপথে কুচকাওয়াজের ঘনঘটা তখন শুরুতেই শর্ত লঙ্ঘন করে দিল্লি পুলিশকে বিপাকে ফেললেন সিংঘু ও টিকরি সীমানায় জমা হওয়া এই কৃষকরা। ব্যারিকেড ভেঙে রাজধানীর দিকে এগলো তেরঙ্গা লাগানো হাজার হাজার ট্রাক্টর যদিও এখনও কৃষক নেতারা আশ্বাস দিচ্ছেন তাঁদের এই অভিযান শান্তিপূর্ণ হবে।
সিংঘু সীমান্তে ট্রাক্টরে অপেক্ষমান কৃষকনেতা দেবেন্দর সিং বললেন, আমাদের কথা যেন গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে আমরা অধিকার রক্ষার লড়াই লড়ছি।
সংক্যুত কিষাণ মোর্চার একজন প্রতিনিধির দাবি যারা সময়ের আগে ব্যারিগেড ভাঙলেন তারা কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির সদস্য। তাঁরা সোমবারই ঘোষণা করেছিল,সাধারণ তন্ত্র দিবসে রিংরোডে পৌঁছবে তাদের ট্রাক্টর মিছিল। ১ ফেব্রুয়ারি বাজেট অধিবেশনের দিনে সংসদে পদযাত্রার পরিকল্পনা রয়েছে তাঁদের।
নিরাপত্তা বজায় রাখতে আপাতত নানগলোই, নানগোলোই রেলস্টেশন, রাজধানী পার্ক, গেভরা, তিকরি কলন, তিকরি বর্ডার, পন্ডিত শ্রীরাম শর্মা, বাহাদুরগড় সিটি, ব্রিগেডিয়ার হোশিয়ার সিং স্টেশনে প্রবেশ বন্ধ রাখা হয়েছে।