কৃষিমন্ত্রীর এই চিঠিই ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁর আবেদন, কৃষক সহ দেশের সব মানুষই যেন এই চিঠি পড়ে দেখেন৷ কৃষকদের 'অন্নদাতা' বলেও ট্যুইটে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী৷
চিঠিতে তোমার দাবি করেছেন, বহু কৃষক সংগঠনই ইতিমধ্যে নয়া কৃষি আইনগুলির প্রতি সমর্থন জানিয়েছেন৷ আবার দেশের অনেক অঞ্চলে কৃষকরা নয়া আইনের সুফল পেতে শুরু করেছেন বলেও দাবি করেছেন কৃষিমন্ত্রী৷ রাজনৈতিক স্বার্থের জন্য যাঁরা মিথ্যে ছড়াচ্ছে, তাঁদের প্ররোচনায় পা না দেওয়ার জন্যও কৃষকদের কাছে আবেদন জানিয়েছেন কৃষিমন্ত্রী তোমার৷
कृषि मंत्री @nstomar जी ने किसान भाई-बहनों को पत्र लिखकर अपनी भावनाएं प्रकट की हैं, एक विनम्र संवाद करने का प्रयास किया है। सभी अन्नदाताओं से मेरा आग्रह है कि वे इसे जरूर पढ़ें। देशवासियों से भी आग्रह है कि वे इसे ज्यादा से ज्यादा लोगों तक पहुंचाएं। https://t.co/9B4d5pyUF1
— Narendra Modi (@narendramodi) December 17, 2020
নরেন্দ্র সিং তোমার আরও লিখেছেন, 'দেশের কৃষিমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব কৃষকদের বিভ্রান্তি দূর করা, দেশের প্রত্যেক কৃষককে চিন্তামুক্ত করা৷ কৃষক এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে দেওয়াল তুলে দিতে যে চক্রান্ত চলছে, তা সামনে নিয়ে আসাও আমার দায়িত্ব৷' কৃষিমন্ত্রী চিঠিতে আরও দাবি করেছেন, তিনি কৃষক পরিবারেই বড় হয়েছেন৷ কৃষি কাজের কী সমস্যা, কী কী প্রতিকূলতা সে সম্পর্কে যথেষ্ট অবহিত তিনি৷ ফসল বিক্রির জন্য কীভাবে কৃষকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় তাও তিনি দেখেছেন বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী৷
এই চিঠি পড়ার জন্য আবেদন জানিয়ে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি লিখেছেন, 'কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার কৃষক ভাই বোনদের উদ্দেশে চিঠি লিখে নিজের ভাবনা প্রকাশ করেছেন, বিনম্র ভাবে বোঝানোর চেষ্টা করেছেন৷ সব অন্নদাতাদের কাছে আমার আবেদন, আপনারা দয়া করে এই চিঠি পড়ু৷ দেশবাসীর কাছেও আমার আবেদন, আপানারা এই চিঠি যত বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিন৷ '