#কলকাতা: চিকিৎসায় ফের গাফিলতি? বিল বাড়াতে মৃতকে জীবিত দেখানোর অভিযোগ পরিবারের। কাঠগড়ায় এবার মুকুন্দপুরের এক বেসরকারি হাসপাতাল। ৯ই ফেব্রুয়ারি বাসন্তী যাওয়ার সময় অটো দুর্ঘটনায় আহত হন সোনারপুরের নরেন্দ্রপুরের বাসিন্দা স্বপন মণ্ডল। তাঁর খাদ্যনালিতে চোট লাগে ও ডান পা ভাঙে।
দশই ফেব্রুয়ারি মুকুন্দপুরের পিয়ারলেস হাসপাতালে তাঁর খাদ্যনালিতে অপারেশন হয়। এরপরই তিনি কোমায় চলে যান। শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে ১৪ তারিখ জানান চিকিৎসক। গতকাল কোমায় থাকা অবস্থায়ই ICU-তে পায়ের অস্ত্রোপচার হয় বলে দাবি হাসপাতালের। গতকাল রাতে মৃত্যু হয় স্বপন মণ্ডলের।
এখনও পর্যন্ত চার লক্ষ টাকা বিল হয়েছে। এক লক্ষ কুড়ি হাজার টাকা মিটিয়েছে পরিবার। অভিযোগ, বিল বাড়াতে মৃত্যুর খবর চেপে রেখেছিল হাসপাতাল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Agitation, Patient Death, Peerless Hospital