#শ্রীনগর: জম্মু-কাশ্মীরের কুপওয়াড়া জেলার হন্দওয়ারায় শনিবার এক বড়সড় জঙ্গি হামলা হল ৷ এই হামলার পর দুই সেনা আধিকারিক ও তিন জওয়ান নিখোঁজ ছিলেন ৷ ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে এরা সকলেই শহিদ হয়েছেন ৷ এলাকায় জঙ্গিরা ঘাঁটি গেড়েছে এই খবর পেয়ে নিরাপত্তাবাহিনী উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দওয়াড়ায়র চাঞ্জমুল্লা এলাকায় তল্লাশি অভিযানে গিয়েছিলেন ৷ তারপরেই ওই পাঁচজন নিখোঁজ হয়েছিলেন ৷
খবর অনুযায়ি সেখানে জঙ্গি হামলায় একজন কর্নেল, একজন মেডর দুজন সেনা জওয়ান ও একজন সাব ইন্সপেক্টরের মৃত্যু হয়েছে ৷
One Colonel, one major, two Army jawans and police sub inspector killed in encounter with terrorists at Handwara in North Kashmir: Officials
— Press Trust of India (@PTI_News) May 3, 2020
বলা হচ্ছে শনিবার ভারতীয় সেনা খবর পান বেশ কিছু জঙ্গি লুকিয়ে রয়েছে ৷ এই খবর পেয়েই ভারতীয় ও স্থানীয় পুলিশ এক হয়ে এলাকায় অপারেশন শুরু করেন ৷ শুরু হয় সার্চ অপারেশন বা তল্লাশি৷ এরমধ্যেই জঙ্গিরা গুলিবৃষ্টি শুরু করে ৷ অনেকক্ষণ ধরে চলে গুলির লড়াই ৷ এরপরেই খবর পাওয়া যায় ৫ জন ভারতীয় নিখোঁজ ৷ গভীর রাত অবধি নিখোঁজদের জন্য এলাকায় চলে তল্লাশি অভিযান ৷ কিন্তু সে সময় তাদের খুঁজে পাওয়া যায়নি ৷
আরও পড়ুন - ধেয়ে আসছে প্রবল আঁধি,সঙ্গী প্রবল শিলাবৃষ্টি, অরেঞ্জ অ্যালার্ট জারি করল মৌসম ভবন
এই গুলির লড়াইতে মারা গেছে দুই জঙ্গিও ৷ এই দুই আতঙ্কবাদী জম্মু-কাশ্মীরের বাসিন্দা নন৷ দুই জঙ্গির মৃতদেহ শনাক্তকরণের পদ্ধতি চলছে ৷ এই মুহূর্তে গুলির লড়াই থেমে গেছে তবে আরও জঙ্গিদের খোঁজে জোর তল্লাশি অভিযান চলছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jammu And Kashmir, Terror Attack