হোম /খবর /দেশ /
দিল্লি হিংসার বলি আরও ৩, নর্দমা থেকে উদ্ধার দেহ

দিল্লি হিংসার বলি আরও ৩, নর্দমা থেকে উদ্ধার দেহ

রবিবার গোকুলপুরীর নর্দমা থেকে একটি এবং ভাগীরথীর খাল থেকে উদ্ধার হয় দুটি দেহ।

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: দিল্লি হিংসার বলি আরও তিন। রবিবার গোকুলপুরীর নর্দমা থেকে একটি এবং ভাগীরথীর খাল থেকে উদ্ধার হয় দুটি দেহ। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, দিল্লির হিংসায় মৃতের সংখ্যা বেড়ে হল ৪৫। আহত হয়েছেন ৩০০-রও বেশি মানুষ। পুলিশ সূত্রে খবর, গোকুলপুরির ওই নর্দমাটি থেকে এর আগে অঙ্কিত শর্মা-সহ আরও চারটি দেহ উদ্ধার হয়েছিল। পুলিশের ধারণা, আরও বহু দেহ মিলতে পারে এভাবে। আশঙ্কা করা হচ্ছে, অনেককে মেরে ভাসিয়ে দেওয়া হয়েছে খালে। ধীরে ধীরে তাঁদের দেহ উদ্ধার হবে।

রবিবার সকাল ১০টা নাগাদ প্রথম দেহটি উদ্ধার হয়। অপর দেহটি উদ্ধার হয় বিকাল তিনটে নাগাদ। তবে উদ্ধার হওয়া দেহগুলির নাম বা পরিচয় এখনও জানা যায়নি। দিল্লির হিংসায় এখনও পর্যন্ত ১৬৭টি এফআইআর দায়ের হয়েছে। আটক করা হয়েছে ৮৮৫ জনকে। দিল্লি চেম্বার অফ কমার্সের হিসাব অনুযায়ী, হিংসার জেরে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২৫,০০০ কোটি টাকা। অগ্নিকাণ্ডের ফলে পুড়ে ছারখার হয়ে গিয়েছে ৯২টি বাড়ি, ৫৭টি দোকান, ৫০০ গাড়ি, ৬টি গুদামঘর, দুটি স্কুল, চারটি কারখানা এবং চারটি ধর্মীয় স্থান।

এ দিকে, দিল্লির শাহীন বাগে আবারও ১৪৪ ধারা জারি করা হয়েছে। রবিবার সেখানে অতিরিক্ত পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

Published by:Shubhagata Dey
First published:

Tags: Deadbody Found, Delhi Violence