#কর্ণাটক: পুলওয়ামায় হামলায় রক্তাক্ত ভারতের মাটি। অকালমৃত্যু ৪২ জন জওয়ানের । দেশজুড়ে পুঞ্জীভূত ক্ষোভের মধ্যেই জওয়ানদের সম্মান জানাতে এগিয়ে এসেছেন দেশবাসী।
কর্ণাটকের শিভামোজ্ঞায় একটি রক্তদান শিবিরে পুলওয়ামা শহিদদের সম্মান জানিয়ে রক্তদান করেছেন প্রায় ২০০ মানুষ ।
দেশের নানা প্রান্তে পৌঁছে গিয়েছে শহিদদের দেহ । গতকাল নওশেরায় আইইডি বিস্ফোরণে মৃত্যু হয়েছে সেনা মেজর চিত্রেশ সিং বিস্তের । আজ রাজৌরি ক্যাম্পে তাঁকে জয়মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছে সিআরপিএফ।Karnataka: More than 200 people donated blood at a blood donation camp in Shivamogga today, to honour the CRPF personnel who lost their lives in #PulwamaAttack on February 14. pic.twitter.com/uHdfB1DmFi
— ANI (@ANI) February 17, 2019
#JammuAndKashmir: Wreath-laying ceremony of Major Chitresh Singh Bisht from Dehradun, Uttarakhand, who lost his life yesterday while defusing an IED which was planted by terrorists across the LoC in Naushera sector,Rajouri. pic.twitter.com/dW6KoVHLng — ANI (@ANI) February 17, 2019
এনআইএ তদন্তে উঠে আসছে হামলা নিয়ে একাধিক তথ্য । প্রাথমিক তদন্ত অনুযায়ী, রীতিমত পরিকল্পনা করে এই হামলা করা হয়েছিল। ব্যবহার হয়েছে উচ্চমানের RDX|
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chitresh Singh Bisht, Pulwama Terror Attack, Shivamogga Blood Donation Camp, পুলওয়ামা