#নয়াদিল্লি: দেশের রাজধানীর সীমান্ত প্রদেশে কৃষক আন্দোলনের মাঝেই সোমবার সংসদে ২০২১-২২ অর্থবর্ষের বাজেট (Union budget 2021) পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)৷ এদিন বাজেট পেশের পর সীতারমনের সঙ্গে প্রথম টেলিভিশন চ্যানেল হিসাবে একমাত্র কথা বলল CNN-News18৷
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দিলেন এডিটির-ইন-চিফ রাহুল যোশি৷ নির্মলা সীতারমনের কাছে চলতি কৃষক আন্দোলন নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল৷ নির্মলা সীতারমন বললেন, "কৃষকদের সম্ভবত ভুল পথে চালিত করা হচ্ছে৷ আমি চাই ওঁরা কথা বলুক৷ আমি চাই ওদের যে বিষয়গুলো নিয়ে উদ্বেগ সেগুলো নিয়েই কথা বলুক৷ আমরা মেনে নিতে রাজি আছি৷এটা আশ্চর্যজনক যে, কৃষকরা সরকারের উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ পোষণ করছেন৷ ২০১৩-১৪ সাল থেকে এমএসপি দৃড় ভাবে এগিয়ে চলেছে৷ কৃষকরা টেবিলে বসে কৃষিমন্ত্রীর সঙ্গে এই বিষয় কথা বলুন৷ প্রধানমন্ত্রী তো বলেইছেন যে, কৃষকরা যে পরিবর্তনগুলি চান তার দিকে নজর রাখতে তিনি রাজি আছেন৷ আমরা চাই কৃষকরা উদ্বেগের বিষয় নিয়ে কথা বলুক। কৃষকরা কৃষি আইনের যে দিকগুলি সমস্যাযুক্ত মনে করছে তা সুনির্দিষ্টভাবে তুলে ধরুক।"
#EXCLUSIVE - Finance Minister Nirmala Sitharaman (@nsitharaman) speaks to @Network18Group Editor-in-Chief @18RahulJoshi #BudgetWithNews18 | #FMtoNetwork18 https://t.co/NIgKWv8cCp
— News18 (@CNNnews18) February 1, 2021
এদিন বাজেটে কৃষিক্ষেত্রে উন্নয়নের স্বার্থে পেট্রোল-ডিজেলের উপর কৃষি পরিকাঠামো ও উন্নয়ন সেসের (এআইডিসি) প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী৷ যার ফলে প্রতি লিটার পেট্রল ও ডিজেলে কৃষি সেস-বাবদ যথাক্রমে ২.৫ টাকা এবং ৪ টাকা বসছে৷ যদিও তাতে সাধারণের খরচ বাড়বে না৷
এদিন বাজেটের পর জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেন, এবারের বাজেটে কৃষকদের প্রাধান্য তিনি জানান. বাজেটে কৃষকদের উপার্জন আরও বাড়ানোর দিকেই লক্ষ্য রাখা হয়ছে৷ গ্রাম এবং কৃষিতেই ফোকাস করেছে এবারের বাজেট৷ সরকার বারবার এই বার্তাই দিচ্ছে যে, কৃষকদের সঙ্গেই আছে তারা৷ বাজেটেও কোনও ব্যতিক্রম ঘটল না৷