#হায়দরাবাদ: লকডাউনে মদ বন্ধ, মদ না পেয়ে মানসিক অবসাদে ভুগছেন বহু মানুষ ৷ নেশার সামগ্রী না পেয়ে তাঁরা হতাশ হয়েছেন ৷ ভিড় জমিয়েছেন তালগাছের কাছে ৷ ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার তান্দুরু গ্রামে ৷ মদের ঘোরে সবাই তালগাছ থেকে তালগাছের রস সংগ্রহ করতে গাছের তলায় গিয়েছিলেন ৷ এই সবাইকে হায়দরাবাদের একটি মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
বর্তমানে ২১ দিনের লকডাউন সারা দেশে ৷ এই সময়ে সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে ৷ সুস্থ থাকতে হবে সবাইকেই ৷ লড়তে হবে করোনার বিরুদ্ধে শুধুই চিকিৎসক বা স্বাস্থ্য কর্মীদের কথা নয় ৷ যেহেতু এখনও পর্যন্ত করোনার কোনও প্রতিষেধক বা ওষুধ প্রস্তুত হয়নি ৷ তাই সবাইকেই সাবধানে থাকতে হবে ৷
লড়তে হবে করোনার বিরুদ্ধে ৷ করোনার বিরুদ্ধে লড়তে গেলে বাড়িতে থাকতে হবে কোনও ভাবেই লকডাউনকে হালকা ভাবে নেওয়া যাবেনা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID-19, Hyderabad