• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • লকডাউনে অমিল মদ, তালের রস খেতে হুড়োহুড়ি, মানসিক হাসপাতালে ভর্তি ১৭৫

লকডাউনে অমিল মদ, তালের রস খেতে হুড়োহুড়ি, মানসিক হাসপাতালে ভর্তি ১৭৫


দিনের পর দিন মদ না পাওয়াতেই মানসিক অবসাদে ভুগছিলেন তাঁরা

দিনের পর দিন মদ না পাওয়াতেই মানসিক অবসাদে ভুগছিলেন তাঁরা

দিনের পর দিন মদ না পাওয়াতেই মানসিক অবসাদে ভুগছিলেন তাঁরা

 • Share this:

  #হায়দরাবাদ: লকডাউনে মদ বন্ধ, মদ না পেয়ে মানসিক অবসাদে ভুগছেন বহু মানুষ ৷ নেশার সামগ্রী না পেয়ে তাঁরা হতাশ হয়েছেন ৷ ভিড় জমিয়েছেন তালগাছের কাছে ৷ ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার তান্দুরু গ্রামে ৷ মদের ঘোরে সবাই তালগাছ থেকে তালগাছের রস সংগ্রহ করতে গাছের তলায় গিয়েছিলেন ৷ এই সবাইকে হায়দরাবাদের একটি মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

  বর্তমানে ২১ দিনের লকডাউন সারা দেশে ৷ এই সময়ে সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে ৷ সুস্থ থাকতে হবে সবাইকেই ৷ লড়তে হবে করোনার বিরুদ্ধে শুধুই চিকিৎসক বা স্বাস্থ্য কর্মীদের কথা নয় ৷ যেহেতু এখনও পর্যন্ত করোনার কোনও প্রতিষেধক বা ওষুধ প্রস্তুত হয়নি ৷ তাই সবাইকেই সাবধানে থাকতে হবে ৷

  লড়তে হবে করোনার বিরুদ্ধে ৷ করোনার বিরুদ্ধে লড়তে গেলে বাড়িতে থাকতে হবে কোনও ভাবেই লকডাউনকে হালকা ভাবে নেওয়া যাবেনা ৷

  Published by:Arjun Neogi
  First published: