#মুম্বই: মাকে হারিয়েছেন বেশ কয়েক মাস হল ৷ কিন্তু মা যেন এখনও আছেন সঙ্গেই ৷ ভুলতে পারছেন না মায়ের স্মৃতি ৷ শ্রীদেবীর মৃত্যুর সময় শেষ মুহূর্তে তাঁর সঙ্গে থাকতে পারেননি বড় মেয়ে জাহ্নবী, কিন্তু মায়ের সঙ্গে কাটানো রাতের কথা এখনও উজ্জ্বল তাঁর স্মৃতিতে ৷ কিছুদিনের মধ্যেই বি-টাউনে পা দেবেন শ্রীদেবীর আদরের জানু ৷ ঈশান খট্টরের সঙ্গে তাঁর প্রথম সিনেমা ‘ধড়ক’ মুক্তির অপেক্ষায় দিন গুনছে ৷ সম্প্রতি আসন্ন ছবির মুক্তি নিয়ে ‘ভোগ’ ম্যাগাজিনের একটি সাক্ষাৎকারেও উঠে এল শ্রীদেবী প্রসঙ্গ ৷ দুবাইয়ে মোহিত মারওয়ার বিয়ের অনুষ্ঠানে গিয়ে মারা যান শ্রীদেবী ৷ ‘ধড়ক’-এর শুটিংয়ের জন্য সে সময় দেশেই থেকে গিয়েছিলেন জাহ্নবী ৷ সাক্ষাৎকারে জাহ্নবী জানালেন, মায়ের সঙ্গে শেষ কাটানো রাতেও তাঁরা ‘ধড়ক’ নিয়েই গল্প করছিলেন ৷ সেদিন রাতে ছবির প্রথম ২৫ মিনিট দেখেছিলেন শ্রী ৷ ছবি নিয়ে বেশ খানিক্ষক আলোচনাও করেছিলেন মেয়ের সঙ্গে ৷
আরও পড়ুন: কার জন্য নিজের বিয়ে ২ মাস পিছিয়ে দিয়েছিলেন সোনম কাপুর ?
জাহ্নবী বলেন, ‘সেদিন রাতে ঘুম আসছিল না বলে মাকে ডেকেছিলাম ৷ কিন্তু প্যাকিং করতে ব্যস্ত ছিল মা ৷ যখন ঘরে এল, তখন আমি প্রায় আধোঘুমে ৷ তবু মাথায় মায়ের হাতটা বুঝতে পেরেছিলাম ৷ পরের দিনই দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হন শ্রীদেবী ৷ ফিরে এসেছিলেন কফিনবন্দী হয়ে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Death, Dhadak, Janhvi Kapoor, Sridevi