corona virus btn
corona virus btn
Loading

কনের স্লিম ফিগার দেখে বিয়েতে বেঁকে বসায় প্রবল প্রহার পাত্রকে

কনের স্লিম ফিগার দেখে বিয়েতে বেঁকে বসায় প্রবল প্রহার পাত্রকে

কনের স্লিম ফিগার দেখে বিয়েতে বেঁকে বসায় প্রবল প্রহার পাত্রকে

  • Share this:

#উত্তরাখণ্ড: ঘোড়ায় চেপে ব্যান্ডপার্টির বাজনার তালে নাচতে নাচতে বর ও বরযাত্রী হাজির বিবাহ মণ্ডপে ৷ বরযাত্রীকে অভ্যর্থনার পর শুরুও হয়ে গিয়েছিল বিয়ের মন্ত্রোচ্চারণ ৷ মালা বদলের জন্য বিয়ের সাজে কনে বরের সামনে আসতেই ছন্দপতন ৷ কনেতে দেখেই বিয়ে নারাজ পাত্র ৷

এমন অনভিপ্রেত ঘটনা ঘটেথে জোনপুরের একটি বিয়ের অনুষ্ঠানে ৷ কটঘড় গ্রামের সুভাষ যাদবের ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল চকনারায়ণপুরের মেয়ে অনিতার ৷ এই বিয়ে নিয়ে উচ্ছ্বসিত ছিল দুই পরিবারই ৷ কিন্তু বিয়ের আগের মুহূর্তে পাত্রের এমন সিদ্ধান্তে হতবাক হয়ে যায় সকলে ৷ পাত্র জানায়, কনের স্লিম ফিগার তাঁর পছন্দ নয় ৷ ত্বকের রঙ একটু বেশিই কালো ৷ এমন মেয়েকে তিনি কিছুতেই বিয়ে করবেন না ৷

বিয়ের পিঁড়িতে পাত্রের এমন মন্তব্যে খুশির পরিবেশ মুহূর্তের মধ্যে বদলে যায় ৷ বরকে অনেক বুঝিয়েও লাভ হয়নি ৷ বিয়েতে নারাজ পাত্র মণ্ডপ ছেড়ে যাওয়ার চেষ্টা করতেই বিক্ষুব্ধ হয়ে ওঠে কনের পরিবার ৷ এরপরই পাত্রকে মণ্ডপ থেকে টেনে নামিয়ে চলে উত্তম মধ্যম ৷ বরপক্ষের সঙ্গে বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিয়েতে আমন্ত্রিত কনের পরিজন ৷ এই মারামারিতে পাত্র ও তার ৪ আত্মীয় গুরুতর আহত হন ৷

এতেই শেষ নয়, বরপক্ষের লোকজনদের আটকে রেখে পুলিশ ডাকে কনের আত্মীয়রা ৷ পুলিশের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানের খরচ সহ সমস্ত উপহার ফেরত দেওয়ার পর ছাড়া পায় বর ও বরপক্ষ ৷

First published: June 14, 2017, 4:18 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर