#নয়াদিল্লি:কেন্দ্রের তরফে সরকারি কর্মীদের দিওয়ালি গিফট। একলাফে ডিএ বাড়ানো হল ৫ শতাংশ। এ বছর জুলাই থেকে বর্ধিত ডিএ কার্যকর। এতে উপকৃত হবেন প্রায় ৫০ লক্ষ কর্মরত এবং প্রায় ৬৫ লক্ষ অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মী। সরকারের খরচ বাড়বে প্রায় ১৬ হাজার কোটি টাকা।
বুধবার মন্ত্রিসভার বৈঠকে আরও বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। মোদি সরকারের দাবি, এর আগে কখনও একধাপে ৫ শতাংশ ডিএ বাড়ানো হয়নি। এর জেরে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ১২ শতাংশ থেকে বেড়ে হল ১৭ শতাংশ। এ বছর জুলাই থেকে এই বর্ধিত ডিএ কার্যকর হবে ৷
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।