#আহমেদাবাদ: দলিত বিক্ষোভ ছড়ালো এবার গুজরাতেও। সমস্ত আম্বেদকর সমাজের ব্যানারে জুনাগড়ের একাধিক জায়গায় পথে নামেন দলিতরা। তাদের দাবি, মহারাষ্ট্রে দলিত সম্প্রদায়ের আন্দোলনের সমর্থনেই তাদের এই বিক্ষোভ কর্মসূচি। রাজকোট-সোমনাথ জাতীয় সড়ক, মধুরাম বাইপাস রোড অবরোধ করা হয়। অবরোধের জেরে ওই দুই সড়কে যান চলাচল ব্যাহত হয়।
মহারাষ্ট্রে দলিত বিক্ষোভে একাধিক সরকারি বাসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গুজরাতেও যাতে সেই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য জুনাগড় বাস ডিপো থেকে সমস্ত বাস নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মুম্বই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে আগেভাগেই তৎপর গুজরাত প্রশাসন।
পরিস্থিতির ওপর নজর রাখছে পুলিশ। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের উচ্চ পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের পুলিশ প্রতিমন্ত্রী প্রদীপসিন জাদেজা। তবে এখনও পর্যন্ত গুজরাতে দলিত বিক্ষোভ শান্তিপূর্ণই রয়েছে। সুরাতেও দলিতরা মিছিল করেছেন। জেলাশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছেন তারা।
#Gujarat: Agitating over #BhimaKoregaonViolence, protesters block Madhuram by-pass road in Junagarh, traffic affected. pic.twitter.com/TeJLR9ImA1
— ANI (@ANI) January 4, 2018
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bhima-Koregaon violence, Dalit protests over Bhima-Koregaon violence