#নয়াদিল্লি: সোমনাথ মন্দির ট্রাস্টের চেয়ারম্যান হলেন নরেন্দ্র মোদি৷ মোরারজি দেশাইয়ের পর দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসাবে এই পদে দেখা যাবে মোদিকে৷
গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেলের মৃত্যুর পর থেকেই চেয়ারম্যানের পদটি ফাঁকা ছিল৷ ২০০৪-২০২০ সাল পর্যন্ত টানা ১৬ বছর চেয়ারম্যান ছিলেন প্যাটেল৷ গতবছর অক্টোবরেই প্রয়াত হন তিনি৷
সোমবার মন্দির পরিচালন সমিতি ভার্চুয়াল বৈঠকে বসেছিলে৷ সেখানেই সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান হিসাবে মোদির নাম উঠে আসে৷ ৷
प्रधानमंत्री श्री @narendramodi जी को सोमनाथ मंदिर ट्रस्ट के अध्यक्ष बनने पर हृदयपूर्वक बधाई देता हूँ। सोमनाथ तीर्थ क्षेत्र के विकास के प्रति मोदी जी का समर्पण अद्भुत रहा है।मुझे पूर्ण विश्वास है कि मोदी जी की अध्यक्षता में ट्रस्ट, सोमनाथ मंदिर की गरिमा व भव्यता को और बढ़ाएगा। pic.twitter.com/2uJSqJxyKf
— Amit Shah (@AmitShah) January 18, 2021
গুজরাতের বিখ্যাত এই শিব মন্দির, হিন্দু ধর্মাম্বলীদের কাছে শুধুই মন্দির নয়, তীর্থক্ষেত্রও বটে৷ ট্রাস্টের সচিব পিকে লাহিড়ি জানিয়েছেন যে, মোদি আগে এই ট্রাস্টের সদস্য ছিলেন৷ এখন তিনি চেয়ারম্যান হলেন৷
ট্রাস্টের অন্যান্য সদস্যরাও সমাজের প্রভাবশালী ব্যক্তিদের মধ্যেই পড়েন৷ রয়েছেন সিনিয়র বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, গুজরাতের বিশিষ্ট পণ্ডিত জেডি পারমার ও শিল্পপতি হর্ষবর্ধন নেওটিয়া৷
লাহিড়ি জানিয়েছেন যে, অমিত শাহ মোদীর নাম প্রস্তাব করেছিলেন বৈঠকে৷ শাহ ট্যুইট করে তাঁর আর মোদির সোমনাথ মন্দিরে তোলা কয়েক'টি ছবি পোস্ট করে লিখেছেন, "আমি নিশ্চিত মোদিজির পৌরহিত্যে মন্দিরে মর্যাদা ও মহিমা আরও বাড়বে৷"