• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • AFTER LONG BATTLE WITH ILLNESS FORMER ASSAM CM TARUN GOGOI PASSES AWAY AT 84 PBD

দীর্ঘ লড়াই শেষ, প্রয়াত অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ

Tarun Gogoi Passes Away

তাঁর বয়স হয়েছিল ৮৪

 • Share this:

  #গুয়াহাটি: দীর্ঘ লড়াইয়ের পর মৃত্যুর কাছে হার মানলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ৷ সোমবারই চিকিৎসকরা জানান যে তাঁর অবস্থা গুরুতর এবং অতি সঙ্কটজনক৷ তাঁর বয়স হয়েছিল ৮৪৷ গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চলছিল তাঁর চিকিৎসা৷ ৯ জনের চিকিৎসক টিম তাঁর চিকিৎসার দায়িত্বে ছিলেন৷ সোমবার বিকেল ৫.৩৪শে তাঁর মৃত্যু হয়৷

  প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ প্রথমে নিয়ে যাওয়া হবে তাঁর সরকারি বাসভবনে৷ সেখান থেকে তাঁর মরদেহ শায়িত থাকবে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে৷ আগামিকাল সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন অসংখ্য অনুগামী৷ গুয়াহাটিতেই তাঁর শেষ কৃত্য সম্পন্ন হবে৷

  অগস্ট মাসের শেষের দিকে করোনা ভাইরাসে আক্রান্ত হন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ৷ করোনার চিকিৎসার পর অক্টোবর মাসে হাসপাতাল থেকে ছাড়াও পান তিনি ৷ তবে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে, নভেম্বর মাসের শুরুতে ফের অসুস্থ বোধ করায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে ৷

  তাঁর শরীরের একাধিক অঙ্গ বিকল হওয়ার কারণে, তাঁকে রাখা হয় ভেন্টিলেশনে ৷ অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সংবাদমাধ্যমকে গতকাল, রবিবার, জানিয়েছেন, ‘করোনা পরবর্তী উপসর্গ নিয়ে তরুণ গগৈকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ তবে তাঁর শারীরিক অবস্থার উন্নতি ঘটেনি ৷ বরং আরও খারাপ হতে শুরু করে ৷ মারাত্মক শ্বাসকষ্টে ভুগছেন তিনি ৷ প্রথম থেকেই তাঁকে রাখা হয়েছে ইনভেসিভ ভেন্টিলেশনে ৷ শনিবার তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ায়, চিকিৎসকরা তাঁর ইনটিউবেশন ভেন্টিলেশন শুরু করেছে ৷’

  Published by:Pooja Basu
  First published: