#তিরবন্তপুরম: বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল চোয়াল ৷ ওষুধ দিয়েও বাঁচানো সম্ভব হয়নি মারাত্মক আহত হাতিটিকে ৷ বিস্ফোরক খাইয়ে অন্তঃসত্ত্বা হাতিকে ‘খুনে’র ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের নৃশংসভাবে হাতিকে মারার ঘটনা সামনে এল ভগবানের আপন দেশ কেরলে ৷
মাসখানেক আগে জঙ্গলের মধ্য্ থেকে এক মরণাপন্ন হাতিকে উদ্ধার করেন বনকর্মীরা ৷ প্রাথমিক পরীক্ষায় মারাত্নক অসুস্থ হাতিটির চোয়াল ভাঙা বলে দেখেন বনকর্মীরা ৷ এরপর ওষুধ-খাবার দিয়েও বাঁচানো সম্ভব হয়নি হাতিটিকে ৷ উদ্ধার হওয়ার পরেরদিনই মারা যায় হাতিটি ৷ ময়নাতদন্তের রিপোর্টে সামনে এল গা শিউরে ওঠা তথ্য ৷ চোয়াল সম্পূর্ণ ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল নিরীহ হাতিটির ৷ বনকর্মীদের অনুমান, শুধু এই নয়, সম্ভবত হাতিটিকে বিষও দেওয়া হয়েছিল ৷
অন্তঃসত্ত্বা হাতির মৃত্যুতে উত্তাল গোটা দেশ ৷ এমন নৃশংসতা দেখে লজ্জায় ঘেন্নায় শিউরে উঠেছে গোটা দেশ ৷ তার মধ্যেই নৃশংস উপায়ে আরও একটি হাতিকে মারার ঘটনা প্রকাশ্যে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Elephant Killing, Kerala Elephant Murder, Pregnant Elephant Murder