হোম /খবর /দেশ /
কেরলে ফের নৃশংস অত্যচারে হাতির মৃত্যুর ঘটনা, বিস্ফোরক খেয়ে ছিন্নভিন্ন চোয়াল

কেরলে ফের নৃশংস অত্যচারে হাতির মৃত্যুর ঘটনা, বিস্ফোরক খেয়ে ছিন্নভিন্ন চোয়াল

Representative Image

Representative Image

অন্তঃসত্ত্বা হাতিকে ‘খুনে’র ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের নৃশংসভাবে হাতিকে মারার ঘটনা সামনে এল ভগবানের আপন দেশ কেরলে ৷

  • Last Updated :
  • Share this:

#তিরবন্তপুরম: বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল চোয়াল ৷ ওষুধ দিয়েও বাঁচানো সম্ভব হয়নি মারাত্মক আহত হাতিটিকে ৷ বিস্ফোরক খাইয়ে অন্তঃসত্ত্বা হাতিকে ‘খুনে’র ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের নৃশংসভাবে হাতিকে মারার ঘটনা সামনে এল ভগবানের আপন দেশ কেরলে ৷

মাসখানেক আগে জঙ্গলের মধ্য্ থেকে এক মরণাপন্ন হাতিকে উদ্ধার করেন বনকর্মীরা ৷ প্রাথমিক পরীক্ষায় মারাত্নক অসুস্থ হাতিটির চোয়াল ভাঙা বলে দেখেন বনকর্মীরা ৷ এরপর ওষুধ-খাবার দিয়েও বাঁচানো সম্ভব হয়নি হাতিটিকে ৷ উদ্ধার হওয়ার পরেরদিনই মারা যায় হাতিটি ৷ ময়নাতদন্তের রিপোর্টে সামনে এল গা শিউরে ওঠা তথ্য ৷ চোয়াল সম্পূর্ণ ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল নিরীহ হাতিটির ৷ বনকর্মীদের অনুমান, শুধু এই নয়, সম্ভবত হাতিটিকে বিষও দেওয়া হয়েছিল ৷

অন্তঃসত্ত্বা হাতির মৃত্যুতে উত্তাল গোটা দেশ ৷ এমন নৃশংসতা দেখে লজ্জায় ঘেন্নায় শিউরে উঠেছে গোটা দেশ ৷ তার মধ্যেই নৃশংস উপায়ে আরও একটি হাতিকে মারার ঘটনা প্রকাশ্যে ৷

Published by:Elina Datta
First published:

Tags: Elephant Killing, Kerala Elephant Murder, Pregnant Elephant Murder