corona virus btn
corona virus btn
Loading

১২০০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে শেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন শ্রমিক, ফেরা হল না বাড়ি

১২০০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে শেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন শ্রমিক, ফেরা হল না বাড়ি
Representative Image

লকডাউনের পর পরিযায়ী শ্রমিকদের নিজের রাজ্যে ফেরানোর বিষয়টি খুবই বড় আকার ধারণ করেছে দেশজুড়ে৷

  • Share this:

#শাহজাহানপুর: লকডাউনে পরিযায়ী শ্রমিকদের দুর্ভোগের কথা উঠে আসেছ বারবার৷ এবার আরও ১ মর্মান্তিক ঘটনা সামনে এল৷ ১২০০ কিলোমিটার সাইকেল চালিয়ে আর বাড়ি ফেলা হল না শ্রমিকের৷ রাস্তাতেই মারা গেলেন সেই শ্রমিক৷ ঘটনা উত্তরপ্রদেশের শাহজাহানপুরের৷ দিল্লি থেকে ফিরছিলেন একসঙ্গে বেশ কিছু শ্রমিক, তাদের মধ্যে ১ জনের মৃত্যু হল পথেই৷

তারা সকলে দিল্লি থেকে শাহজাহানপুরে ফেরেন বৃহস্পতিবার রাতে৷ এদের সকলকে ধর্মবীর বলে জানা গিয়েছে৷ এমনই এক শ্রমিক চরম অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং সেখানেই তার মৃত্যু হয়৷ যদিও তিনি করোনায় মারা যাননি৷ কারণ তার লালারসের নমুনা নেগেটিভ এসেছে৷ তিনি বহু দিন ধরেই ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন৷ এবং তার ফলেই তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ ১জন শ্রমিকের মৃত্যুর পর অন্যান্য শ্রমিকদের বাড়ি ফেরাতে উদ্যোগী হয় প্রশাসন৷ একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়৷ অন্য আরও যে ৬জন রয়েছেন, তাদেরও বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হয়৷

লকডাউনের পর পরিযায়ী শ্রমিকদের নিজের রাজ্যে ফেরানোর বিষয়টি খুবই বড় আকার ধারণ করেছে দেশজুড়ে৷ এদের সকলকে রাজ্যে ফেরাতে কেন্দ্রীয় সরকার বিশেষ ট্রেনের কথা ঘোষণা করছে৷

First published: May 3, 2020, 11:04 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर