মুখ্যমন্ত্রীর জন্য তৈরি হল বুলেটপ্রুফ বাথরুম ! ভারতের ইতিহাসে যা প্রথম

প্রতীকি ছবি

প্রতীকি ছবি

মাইনপ্রুফ গাড়ি, জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা এসবই ছিল। চন্দ্রশেখর রাওয়ের নিরাপত্তার সেই তালিকাতেই এবার যুক্ত হল বুলেটপ্রুফ বাথরুম।

  • Last Updated :
  • Share this:

    #হায়দরাবাদ:  বুলেটপ্রুফ গাড়ি বা জ্যাকেটের কথা কারোরই অজানা নয় ৷ কিন্তু বুলেটপ্রুফ বাথরুম ! এমনটা কখনও শুনেছেন ? বাড়ির সবচেয়ে প্রাইভেট জায়গাকেও যখন বুলেটপ্রুফ করার প্রয়োজন হয়, তখন বুঝতেই হবে সেই ব্যক্তির নিজের প্রাণ যাওয়ার অনেক ভয় রয়েছে ৷ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও সম্প্রতি এই বিরল কাণ্ডটাই ঘটিয়ে ফেলেছেন নিজের বাড়িতে ৷ কারণ বুলেটপ্রফ ল্যান্ডক্রুসার, লাক্সারি বাস তো তাঁর ছিলই ৷ এবার মুখ্যমন্ত্রীর বাড়ির বাথরুমকেও করা হল সম্পূর্ণ বুলেট প্রুফ ৷

    বুলেটপ্রুফ বাথরুমের কথা বিদেশে মাঝে মধ্যে শোনা গেলেও, ভারতে এটাই প্রথম ৷তাই নিজের বাড়ির বাথরুম ‘রেনোভেট’ করেই ইতিহাস সৃষ্টি করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ৷বেগমপেটে চন্দ্রশেখর রাওয়ের নতুন বাড়িতে এই বাথরুম তৈরি করা হয়েছে। শুধু বাথরুমেই নয় , এক লক্ষ বর্গ-ফুটের ওই বাড়িটিও তৈরি করা হয়েছে উচ্চমানের বুলেটপ্রুফ কাচ দিয়ে। বাড়িটি তৈরি করেছে মুম্বইয়ের রিয়াল এস্টেট সংস্থা সাপুরজি পালনজি।

    খুব তাড়াতাড়ি নিজের পুরোনো বাড়ি ছাড়তে চলেছেন মুখ্যমন্ত্রী ৷ সূত্রের খবর, আগামী বৃহস্পতিবার থেকেই ওই বাড়িতে শিফট করছেন চন্দ্রশেখর রাও ৷ বুলেটপ্রুফ কাঁচ ছাড়াও মুখ্যমন্ত্রীর বাড়ির সুরক্ষা ব্যবস্থাও জোরদার করা হয়েছে ৷  নিরাপত্তার দায়িত্ব থাকছে ইন্ট্যালিজেন্স সিকিউরিটি উইং। গোটা দিন ধরে বাড়িতে মোতায়েন থাকবে ৫০ জন সশস্ত্র নিরাপত্তারক্ষী ৷

    তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাও ৷ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাও ৷
    First published:

    Tags: Bulletproof Bathroom, Chief minister, Telangana, Telangana Chief Minister