#কলকাতা: শেষবার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও নরেন্দ্র মোদির (Narendra Modi) দেখা হয়েছিল কলাইকুন্ডায়। সাইক্লোন ইয়াসের রিভিউ মিটিংয়ে। তারপরেই কাট টু ২৭ জুলাই ২০২১। আজ আবার মুখোমুখি হতে চলেছেন মমতা মোদি (Mamata Modi Meeting| )। বলাই বাহুল্য, রাজনৈতিক মহল চেয়ে আছে এই বৈঠকের দিকেই।
কলাইকুন্ডায় বৈঠকের শেষে মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রী দুই পক্ষই একে অন্যের দিকে আঙুল তুলে ছিলেন। সংঘাতের চূড়ান্ত অধ্যায় দেখেছে সেই সময়ে রাজ্যবাসী। এ রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড় সে সময়ে টুইটারে লেখেন, "রিভিউ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি রাজ্যের মানুষের স্বার্থ স্বার্থসিদ্ধির কারণেই জরুরি। এই মুহূর্তে সংঘাত হলে তা রাজ্য বা গণতন্ত্র কোনও কিছুর পক্ষেই ততটা শুভ নয়। আর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সংশ্লিষ্ট অফিসারদের অনুপস্থিতি আসলে সাংবিধানিক আইনের শাসনকে ক্ষুন্ন করে।" অন্য দিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, এই বৈঠকে শুধুই প্রধানমন্ত্রীর থাকার কথা ছিল এবং পরে তা রক্ষিত হয়নি। মমতা আরও বলেন, "আমি প্রধানমন্ত্রীর জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেছি আমাকে বলা হয় তিনি অন্য মিটিংয়ে ব্যস্ত আছেন, আমারও পূর্বনির্ধারিত কিছু কাজ আছে তাই আমি তার সঙ্গে দেখা করে অনুমতি নিয়েই বেরিয়ে এসেছি।"
এইসব নাটকীয়তার পরে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদির ফের দেখা হতে চলেছে। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্যাকসিনের জোগান নিয়ে, পেট্রোপণ্যের দাম নিয়ে এবং রাজ্যের ঋণ নিয়ে বহু চিঠি লিখেছেন। সূত্রের খবর, আজ প্রধানমন্ত্রীর সামনে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষি আইন থেকে শুরু করে পেগাসাস পর্যন্ত বিতর্কিত ইস্যুগুলিতে তুলে আনতে পারেন। তাদের দুজনের মধ্যে কথাবার্তা কোন দিকে গড়ায় সেদিকেই তাকিয়ে থাকবে রাজনৈতিক মহল এক কথায় বললে বাংলার মসনদে বসার পর এই প্রথম নরেন্দ্র মোদির সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের, গোটা বিরোধী শিবিরই অপেক্ষায় ছিল এই দিনটার।
সংসদের অধিবেশনের মাঝেই দিল্লিতে গিয়ে উপস্থিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উপস্থিতি দলীয় সাংসদদের যেমন উজ্জীবিত রাখছে তেমনি চাপে রাখছে বিজেপি শিবিরকে। জয়ের পর এই প্রথম দিল্লি যাত্রা, মমতার অভিলাষ অবশ্য অনেক বড়। তিনি স্পষ্ট চাইছেন ২০২৪ -এর জন্য এখন থেকেই তোড়জোড় শুরু করতে। একুশে জুলাই এর মঞ্চ থেকেই তিনি ফ্রন্ট গড়ার ডাক দিয়ে দিয়েছেন। তাঁর দিল্লি যাত্রা সেই ফ্রন্টের সলতে পাকাতেই। নরেন্দ্র মোদির ছাড়া ও আজ টিম কংগ্রেস নেতার সঙ্গে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় কে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee