#পটনা: বিয়ে হতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন নববধূ! মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল বিহারের মুঙ্গের (Bihar Munger District)৷ আনন্দের অনুষ্ঠান মুহূর্তের মধ্যে বদলে গেল শোকসভায়৷ মুখে হাসি ছাপিয়ে গেল সকলের চোখের জল৷ মাত্র ৬ ঘণ্টা (Death of Bride after 6 hours of marriage), আর তার মধ্যেই উল্টে পাল্টে গেল সব হিসেব৷ সবে মাত্র বিয়ে করে নতুন বউকে ঘরে তুলতে যাবে যাদব পরিবার৷ তার মধ্যেই প্রাণ হারালেন বউ৷ কিছু বুঝে ওঠার আগেই সব শেষ৷ স্ত্রীর সৎকার করলেন স্বামী নিজেই (Groom does last rite of bride)৷
মুঙ্গের জেলার খুদিয়া গ্রামের সুরেশ যাদবের ছেলে রঞ্জন যাদব ওরফে রণজয়ের সঙ্গে বিয়ে ঠিক হয় নিশা কুমারীর৷ বিয়ে নিয়ে দু’বাড়িই খুব আনন্দে ছিল৷ বিয়ের দিন বরপক্ষ পৌঁছয় মহাকোলা গ্রামে কনের বাড়ি৷ ৮ মে ছিল বিয়ে৷ এরপর নির্বিঘ্নে বিয়ে নিয়ম পালন হয়৷ সবরকম করোনা বিধি মেনেই হয় বিয়ের অনুষ্ঠান৷ খুবই কম সংখ্যক মানুষ হাজির ছিলেন বিয়েতে৷ বিয়ে শান্তিতে মিটে যাওয়ার পর অসুস্থ বোধ করেন নতুন বউ৷ তারপরই তাঁকে নিয়ে হুলস্থুল পড়ে যায়৷
দুই পরিবারের পক্ষ থেকে তাড়াতাড়ি নিশাকে স্থানীয় তারাপুরের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ সেখানে প্রথমিক চিকিৎসার পর চিকিৎসক তাঁকে ভগলপুরের হাসপাতালে রেফার করে দেন৷ কারণ ততক্ষণে নিশার অবস্থার অবনতি হচ্ছিল৷ চিকিৎসা চলাকালীনই মৃত্যু হল নতুন বউয়ের৷ নিজে হাতে নতুন বউয়ের সৎকার করলেন স্বামী৷ মাত্র ৬ ঘণ্টার বিয়ের মধ্যে এভাবে স্বামীকে স্ত্রীর শেষকৃত্য করতে দেখে গোটা গ্রামেই নেমে এল শোকের ছায়া৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।