corona virus btn
corona virus btn
Loading

২৭ ঘণ্টার অন্তর্ধানের পরেও মিলল না রেহাই, রাতেই সিবিআই জালে চিদম্বরম

২৭ ঘণ্টার অন্তর্ধানের পরেও মিলল না রেহাই, রাতেই সিবিআই জালে চিদম্বরম

বুধবার সকালেই চিদম্বরমের জরুরি ভিত্তিতে শুনানির আরজি খারিজ করে সুপ্রিম কোর্ট।

  • Share this:

#নয়াদিল্লি: ২৭ ঘণ্টা পর আত্মপ্রকাশ। আদালতে স্বস্তি না পেলেও সন্ধেবেলা কংগ্রেস সদর দফতরে হাজির হলেন পি চিদম্বরম। বুধবার সকালেই চিদম্বরমের জরুরি ভিত্তিতে শুনানির আরজি খারিজ করে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টে স্বস্তি মেলেনি। যে কোনও সময়ে গ্রেফতার হওয়ার আশঙ্কা। তারপরও শেষবেলায় চিদম্বরমের চমক। পালিয়ে বেড়াচ্ছেন - এই অভিযোগ উড়িয়েই কংগ্রেস দফতরে হাজির প্রাক্তন অর্থমন্ত্রী। অবস্থান স্পষ্ট করলেন। নিজের স্বপক্ষে আইনি যুক্তি সাজালেন।

আইএনএস মামলায় রাজনৈতিক চক্রান্তের অভিযোগে সরব দুঁদে আইনজীবী। বুধবার অবশ্য আদালতে ধাক্কা খেয়েছেন চিদম্বরম। অর্থমন্ত্রীর আরজি মেনে জরুরি ভিত্তিতে শুনানি করতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টে জরুরি ভিত্তিতে আগাম জামিনের শুনানির আবেদন ৷ চিদম্বরমের আইনজীবীদের প্রধান বিচারপতির বেঞ্চে আবেদনের নির্দেশ ৷ দ্রুত শুনানি নিয়ে কোনও বক্তব্যই শুনতে চায়নি সুপ্রিম কোর্ট।

কিন্তু চিদম্বরমের বিষয়টি নথিভুক্ত না থাকায় প্রধান বিচারপতির এজলাসে এই আবেদনের শুনানি হয়নি।

বিকেল সাড়ে চারটে নাগাদ জানা যায়, শুক্রবার চিদম্বরমের আবেদনের শুনানি হবে সুপ্রিম কোর্টে।

আদালতে ধাক্কার পর জরুরি বৈঠকে বসে কংগ্রেস। স্থির হয়, চিদাম্বরমকে নিয়ে অভিযোগের জবাব দিতে সাংবাদিক সম্মেলন করবে কপিল সিবল, সলমন খুরশিদ-সহ চার নেতা। ২৭ ঘণ্টা বেপাত্তা থাকার পর সেই বৈঠকেই হাজির হয়ে চমকে দেন প্রাক্তন অর্থমন্ত্রী।

এক গাড়িতে আসা, অন্য গাড়িতে বেরিয়ে যাওয়া। সাংবাদিক সম্মেলনে কোনও বাধা আসেনি। চিদম্বরম বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পরই কংগ্রেস দফতরে পৌঁছয় সিবিআই। পরে পাঁচিল টপকে চিদম্বরমের বাড়িতে ঢোকেন সিবিআই আধিকারিকরা।

First published: August 22, 2019, 11:07 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर