#নয়া দিল্লি: কতদিন চলবে দেশ জোড়া লকডাউন? এই নিয়েই চিন্তা ভাবনা শুরু হয়েছে এখন সাধারণ মানুষের মনে। ঠিক কতদিন ধরে এভাবে বাড়িতে বসে থাকা সম্ভব? তাই অনেকেই জানতে চাইছেন, এরপরেও লকডাউন থাকবে না তো? আর সেই নিয়েই ট্যুইটারে ইঙ্গিত দিয়েছেন বিশিষ্ট রাজনৈতিক নেতা আর কে মিশ্র। ট্যুইটারে তিনি লিখেছেন, বিভিন্ন শিল্পপতি, রাজনৈতিক চিন্তাবিদ ও নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলে মোটামুটি এই সিদ্ধান্তেই পৌঁছানো যায় যে লকডাউন তুলতে হলে ধাপে ধাপে চার সপ্তাহ ধরে লকডাউন তুলতে হবে। কিন্তু কীভাবে?
During our discussions in various groups (with Industry/Political Leaders, Thinkers & Policy Makers) following is emerging as 4 week staggered lockdown lifting process for various industries & institutions - @narendramodi @PMOIndia @NITIAayog @amitabhk87 @RajivKumar1
— RK Misra (@rk_misra) April 3, 2020
• আইটি, ফিনান্সিয়াল সার্ভিস ও বিপিও সংস্থার ক্ষেত্রে, প্রথম সপ্তাহে ২৫ শতাংশ, পরের সপ্তাহে ৫০ শতাংশ, তারপরের সপ্তাহে ৭৫ শতাংশ এবং তারপরের সপ্তাহে ১০০ শতাংশ কর্মীকে ডাকতে হবে। তবে দেখতে হবে সোশ্যাল ডিস্টেসিংয়ের নিয়ম যেন মানা হয়। • খাবার ও অত্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে প্রথম সপ্তাহ থেকেই পুরো কাজ শুরু করতে হবে। • অন্য ক্ষেত্রে যে গুলি সব কর্মী ছাড়াও চলতে পারে, সপ্তাহ ভিত্তিতে সেগুলি পরিস্থিতি বিচার করে চালাতে হবে। • পাবলিক ট্রান্সপোর্ট চার সপ্তাহ বন্ধ রাখাই ভাল। • ব্যক্তিগত গাড়ি চলতে পারে, তবে সেটাও নিয়ন্ত্রিত
• স্কুল, মল, সিনেমা হলে সংক্রমণের সুযোগ সবচেয়ে বেশি। সেগুলিকে চার সপ্তাহ আরও বন্ধ রাখা দরকার। তারপর পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত। • প্রথম সপ্তাহ থেকেই ই কমার্স ডেলিভারির অনুমতি দেওয়া যেতে পারে। অর্থনীতিকে চাঙ্গা করতে এটা জরুরি। • পণ্যবাহী ট্রাককে অনুমতি দেওয়া দরকার। তবে সোশ্যাল ডিস্টেন্সিং ও স্বাস্থ্য বিধি মেনে।Traffic Management & Employee Transport -
Allow private vehicles as these are the safest from social distancing point of view but ensure that companies in Technology/Business clusters (BLR/GGN/BKC etc) have staggered office timings between 7-10am for start and 4-7pm for finish. — RK Misra (@rk_misra) April 3, 2020
• ধীরে ধীরে কিছু ব্যক্তিগত গাড়িকে ছাড় দেওয়া যেতে পারে, কারণ সেগুলি থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভবনা কম।1. IT, Financial Services & BPO Companies -
Only 25% in first week, 50% in second week, 75% in 3rd week and 100% in 4 th week attend the office and are seated accordingly ensuring social distancing. Remaining work from home in respective weeks. — RK Misra (@rk_misra) April 3, 2020
• কেন্দ্রীয় সরকার নির্ধারিত ২০টি হটস্পটে টানা ৪ সপ্তাহই এই লকডাউন প্রক্রিয়া চলবে। সেখানে কোনওবাবেই লকডাউন তোলা যাবে না। তাহলে বাকি অংশ প্রভাবিত হবে।3. Non essential and consumer/discretionary goods - Follow the weekly unwinding process over 4 weeks and start with machines/plants which are able to operate without full strength.
— RK Misra (@rk_misra) April 3, 2020
6. Goods Transport - Allow trucks and delivery vehicles with proper hygiene and social distancing norms.
7. eCommerce - Allow order and delivery of all goods and services from 1st week itself to get economy moving. — RK Misra (@rk_misra) April 3, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Lockdown, Rkmishra