corona virus btn
corona virus btn
Loading

দেশে এবার আফ্রিকান সোয়াইন ফিভার! করোনা আতঙ্কের মধ্যেই যুক্ত হল নতুন বিপদ

দেশে এবার আফ্রিকান সোয়াইন ফিভার! করোনা আতঙ্কের মধ্যেই যুক্ত হল নতুন বিপদ
AFrican Swine Fever

করোনা মোকাবিলায় কিছুটা এগিয়ে থাকলেও এই নতুন আফ্রিকান সোয়াইন ফিভারে জুজু দেখছে দেশের উত্তরপূর্ব রাজ্যগুলি৷

  • Share this:

#গুয়াহাটি: করোনার আতঙ্ক কাটছে না, তার মধ্যে গোদের ওপর বিষফোঁড়ার মতো যুক্ত হল আফ্রিকান সোয়াইন ফিভার! দেশের উত্তর পূর্ব প্রধানত অসমে শুরু হয়েছে এর উৎপাত৷ বিশেষজ্ঞরা বলছেন এই রোগের মহামারী এই দেশে প্রথম৷ ভোপালের ন্যাশনল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিমল ডিজিজেসে এর নমুনা পরীক্ষা হয়৷ এই ফিভারের ফলে অসমের ৭টি জেলার ৩০৬টি গ্রামের ২৫০০ শুয়োর মারা গিয়েছে৷ এতে নতুন করে ছড়িয়েছে আতঙ্ক৷

অসমে ছড়িয়ে পড়া এই রোগ শুয়োরের দেহে পাওয়া গিয়েছে৷ ফলে উত্তরবঙ্গের ৫ জেলাকে সতর্ক করা হয়েছে৷ এই রোগটির উৎস আফ্রিকায়৷ তার থেকেই এই নাম৷ রোগটি ইউরোপ ঘুরে এশিয়ায় ঢুকে পড়েছে বলেই বিশেষজ্ঞদের মত৷ রোগটি ছড়াতেও পারে খুব তাড়াতাড়ি বলেই মত উঠে আসছে৷

তবে আপাতত জানানো হয়েছে যে এটি শুয়োরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে৷ কিন্তু প্রশ্ন উঠছে যে এর জন্য কি শুয়োরের মাংশ বা পর্ক খাওয়ার ওপর নিষেধাজ্ঞা তৈরি হল? তার সঠিক উত্তর না মিললেও অসুস্থ শুয়োরের মাংস না খাওয়া উচিৎ বলেই জানানো হয়েছে৷

করোনা মোকাবিলায় কিছুটা এগিয়ে থাকলেও এই নতুন আফ্রিকান সোয়াইন ফিভারে জুজু দেখছে দেশের উত্তরপূর্ব রাজ্যগুলি৷ অসমের পাশাপাশি অরুণাচলেও এই ফিভার বা জ্বর নজরে এসেছে৷ তাই আপাতত শুকর বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেশ কিছু জায়গায়৷ শুয়োরদের মধ্যে মারাত্মক জ্বরই এই রোগের লক্ষণ৷

Published by: Pooja Basu
First published: May 3, 2020, 11:11 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर