#দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অন্যতম উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিলেন অমরজিৎ সিনহা৷ প্রাক্তন এই আইএএস অফিসার ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রধামন্ত্রীর দফতরে উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছিলেন৷ তার আগে গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিবের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি৷
অমরজিৎ সিনহার আচমকা পদত্যাগে কেন্দ্রীয় সরকারের শীর্ষ স্তরেও চাঞ্চল্য ছড়িয়েছে৷ কারণ গত মার্চ মাসেই প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিয়েছিলেন পি কে সিনহা৷ সেই হিসেবে চার মাসের মধ্যে প্রধানমন্ত্রীর দফতরের দ্বিতীয় শীর্ষ আধিকারিক হিসেবে পদত্যাগ করলেন অমরজিৎ সিনহা৷ যদিও তাঁর পদত্যাগের কারণ হিসেবে সরকারি ভাবে কিছু জানা যায়নি৷
প্রধানমন্ত্রীর দফতরে উপদেষ্টা হিসেবে কাজ শুরু করার পর মূলত গ্রাম কেন্দ্রিক এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যে হাতে নেওয়া প্রকল্পগুলির দায়িত্বে ছিলেন অমরজিৎ সিনহা৷ লকডাউন পরবর্তী সময়ে পরিযায়ী শ্রমিকদের স্বার্থে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার ঘোষণা করেছিল মোদি সরকার৷ টাইমস অফ ইন্ডিয়া-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গরিব কল্যাণ যোজনাও ছিল অমরজিৎ সিনহার মস্তিষ্কপ্রসূত৷
২০১৪ সালে ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদি সরকারের আমলে মনরেগা প্রকল্পের কাজ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে৷ ১৯৮৩ সালের বিহার ক্যাডারের প্রাক্তন এই আইএএস অফিসার গ্রামোন্নয়ন সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর গতি পায় মনরেগা প্রকল্প৷ প্রধানমন্ত্রী আবাস যোজনায় নির্মিত বাড়িগুলি জিও ট্যাগিং করার ভাবনাও তাঁরই৷ তাঁর এই দক্ষতার জন্য অবসরের পর অমরজিৎ সিনহাকে প্রধানমন্ত্রীর দফতরে উপদেষ্টা করে নিয়ে যাওয়া হয়েছিল৷ কিন্তু বছর দেড়েকের মধ্যেই সরে দাঁড়ালেন তিনি৷ তাঁর এই সিদ্ধান্ত নিয়েই ওয়াকিবহল মহলে জল্পনা তৈরি হয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Narendra Modi