#দিল্লি: আপাতত লোকসভায় কংগ্রেসের দলনেতা থাকছেন অধীর রঞ্জন চৌধুরীই৷ গত কয়েকদিন ধরেই জল্পনা ছড়িয়েছিল, অধীরকে লোকসভার দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে৷ বুধবার কংগ্রেসের সংসদীয় কমিটির বৈঠকের পর সেই জল্পনায় জল ঢেলেছে কংগ্রেস হাইকমান্ড।
কংগ্রেস সূত্রে যুক্তি দেওয়া হচ্ছে, বাদল অধিবেশন শুরু হওয়ার আগে আর এক সপ্তাহও সময় নেই৷ এই পরিস্থিতিতে নতুন কাউকে দায়িত্ব দেওয়া যুক্তিযুক্ত নয়৷
এ দিনের ভার্চুয়াল বৈঠকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর উপস্থিতিতে লোকসভা ও রাজ্যসভার কংগ্রেসের ভূমিকা কী হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে যে সমস্ত বিল আনা হবে তাতে কংগ্রেসের কি ভূমিকা থাকবে তা ঠিক করে দিয়েছেন সনিয়া। তবে অধীর চৌধুরীর দলনেতার পদে থাকা বা না থাকা নিয়ে কোনও আলোচনা হয়নি বলেই সূত্রের খবর।
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর অধীরকে লোকসভার দলনেতার দায়িত্ব দিয়েছিল দল৷
জানা গিয়েছে, লোকসভায় ডেপুটি স্পিকার পদে নির্বাচন করাতে পারে সরকার। সেক্ষেত্রে কংগ্রেসের প্রার্থী হতে পারেন কে সুরেশ। সুরেশ বর্তমানে লোকসভায় দলের মুখ্য সচেতক পদে রয়েছেন। সেক্ষেত্রে মুখ্য সচেতক পদে অন্য কারও নাম আসতে পারে। এ ছাড়াও লোকসভায় কংগ্রেসের দু' জন সচেতক রয়েছেন। তারা হলেন, মনিক কাম টেগোর এবং নবনীত সিং বিট্টু। মনিক কাম টেগরকে দলের তরফে তেলেঙ্গানা রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছে। টেগর দলকে জানিয়েছেন, তেলেঙ্গানা রাজ্যের দায়িত্ব সামলে লোকসভায় সময় দেওয়া সম্ভব হবে না। সেক্ষেত্রে লোকসভায় দলের সচেতক পদেও আর একজন নতুন মুখকে আনা হতে পারে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।