#নয়াদিল্লি: এবার আধারে যুক্ত হচ্ছে ফেস রেকগনিশন পদ্ধতি ৷ এর ফলে নিশ্চিন্তে আধার লিঙ্ক করা যাবে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সরকারি স্কিমের সঙ্গে, দাবি কর্তৃপক্ষের ৷ এর জন্য যে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করবেন, সেখানেই আবার তোলা হবে ছবি ৷ সঠিক আধার কিনা, তার জন্য মিলিয়ে দেখা হবে ছবি ৷ মূলত সিমকার্ডে নেওয়ার ক্ষেত্রেই বেশি ব্যবহার করা হবে এই পদ্ধতি ৷ এমনই নির্দেশ UIDAI-র ৷ ১৯অগস্ট-১৭জুনের মধ্যে UIDAI-র পাঠানো বিজ্ঞপ্তিতে এর উল্লেখ করা হয়েছে ৷ আধারে মুখ চিহ্নিতকরণের প্রক্রিয়া না মানা হলে দণ্ডনীয় অপরাধ হিসেবেই গণ্য করা হবে ৷ জানিয়েছে UIDAI ৷
ফিঙ্গার প্রিন্ট ক্লোন বা নকল করে ডুপ্লিকেট আধার তৈরির যে আশঙ্কা, নতুন প্রক্রিয়ার ফলে তা বন্ধ হবে পুরোপুরি ৷ ফেস রেকগনিশন পদ্ধতির ফলে বাড়বে আধার কার্ডের সুরক্ষাও ৷ তবে সিম কার্ড নিতে যদি আধার ব্যবহার করা না হয়, তাহলে মুখ চিহ্নিতকরণের প্রক্রিয়া আবশ্যিক নয় ৷ হায়দরাবাদে আধার জাল করে গুচ্ছগুচ্ছ সিমকার্ড অ্যাকটিভ করে এক ব্যক্তি ৷ এরপরই এই নতুন পদ্ধতি নিয়ে এল কর্তৃপক্ষ ৷
আরও পড়ুন Kerala Flood: কেরলের দুর্গতের জন্য পাঠানো ত্রাণ চুরি করছেন সরকারি আধিকারিরা !
এরআগে আধার কার্ড তৈরিতে লাগত আঙুল ও আইরিসের (চোখের মণি) প্রমাণীকরণ ৷ এবার মুখের অবয়বও চিনে ফেলবে মেশিন ৷ নির্দিষ্ট মুখের সঙ্গে আধার যুক্ত হলে কমবে আধার নিয়ে প্রতারণাও ৷ অনেকক্ষেত্রেই মোবাইল সিমের জন্য আধার প্রয়োজন হয় ৷ এবং নতুন এই প্রক্রিয়ায় কোনভাবেই জাল করা যাবে না আধার, দাবি কর্তৃপক্ষের ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aadhaar card, UIDAI