#কলকাতা: বাংলা চলচ্চিত্র জগতের এক বিশেষ পরিচিত নাম অঞ্জনা ভৌমিক ৷ তিনি কংবদন্তি অভিনেতা তথা মহানায়ক উত্তম কুমারের সঙ্গে অভিনয় করেছিলেন ৷ বাংলা চলচ্চিত্রে তাঁর এক বিশেষ অবদান রয়েছে ৷ তাঁর মেয়ে নীলাঞ্জনা সেনগুপ্তর স্বামী যীশু সেনগুপ্তও বাংলা চলচ্চিত্র জগতের এক জনপ্রিয় নাম ৷ একাধিক বাংলা ছবিতে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত ৷
Magical Moments Making Memories@Jisshusengupta#AnjanaBhowmick Grateful & Blessed@srijitspeaketh This one's for you pic.twitter.com/MiCLiS9G77
— Nilanjanaa Senguptaa (@Ninichinismamma) April 19, 2020
একই সঙ্গে টেলিভিশনের রিয়্যালিটি শোয়ের অ্যাঙ্কার হিসাবে এক নতুন পরিচয় সৃষ্টি করেছেন ৷ এছাড়াও আরও অনেক গুণের অধিকারী যীশু ৷ নিজস্ব প্রযোজনা সংস্থার কাজ, অভিনয়, অনুষ্ঠান সঞ্চালনার কাজ, বাড়িতে দুই মেয়ে, স্ত্রীকে নিয়ে সংসার তাঁর ৷ করোনা ভাইরাসের প্রভাবে এখন সবাই বাড়িতে বাদ নেই সেলিব্রিটিরাও ৷ বছরের বেশিরভাগ সময়েই ব্যস্ততার মধ্যে কাটে পরিবারের জন্য তেমন ভাবে সময় বরাদ্দ থাকেনা ৷ তাই যেন কিছুটা পরিবারের জন্য সময় বের করে নিয়েছেন যীশু ৷
শাশুড়িমা অঞ্জনা ভৌমিকের সঙ্গে এক মিষ্টি মধুর মুহূর্ত শেয়ার করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায় ৷ শাশুড়ির সঙ্গে পরম ভাললাগার এক মুহূর্ত শেয়র করেছেন ৷ একটি গান বাজছিল সেটি হল কিছ্ছু চাইনি আমি ভালবাসা ছাড়া ৷ চেনা জানা শাশুড়ি জামাইয়ের সম্পর্কের বাইরে এ যেন এক অন্য ভাললাগার সন্ধান দেয় ৷ এক নজরে দেখে নিন সেই ভিডিওটি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।