হোম /খবর /দেশ /
'রাজনৈতিক পক্ষপাতিত্ব করছে ফেসবুক,' জুকারবার্গকে 'হঠাত্‍' কড়া চিঠি কেন্দ্রের

'রাজনৈতিক পক্ষপাতিত্ব করছে ফেসবুক,' জুকারবার্গকে 'হঠাত্‍' কড়া চিঠি কেন্দ্রের

রবিশঙ্কর প্রসাদ ও মার্ক জুকারবার্গ

রবিশঙ্কর প্রসাদ ও মার্ক জুকারবার্গ

ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গকে চিঠি লিখলেন কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: একাধিক উচ্চপদস্থ ফেসবুক আধিকারিক অন রেকর্ড প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য বরিষ্ঠ সদস্যদের হেনস্থামূলক মন্তব্য করছেন৷ এই অভিযোগে ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গকে চিঠি লিখলেন কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ৷ চিঠিতে তিনি জুকারবার্গকে জানিয়েছেন, সমস্যা হল ওই কর্মীরা ফেসবুক ইন্ডিয়ায় কাজ করছেন ও বড় পদ সামলাচ্ছেন৷

রবি শঙ্কর প্রসাদ তিন পাতার চিঠিতে লিখছেন, 'কোনও একজন ব্যক্তির পক্ষপাতমূলক মনোভাব, গোটা ফেসবুক প্ল্যাটফর্মের পক্ষপাত দুষ্টতা হয়ে যাচ্ছে৷ এটা দ্বিগুণ সমস্যা৷' তাত্‍পর্যপূর্ণ হল, ফেসবুক ইন্ডিয়ার বিরুদ্ধে কয়েক দিন আগে অভিযোগ ওঠে, তারা বিজেপি-র পক্ষপাতিত্ব করছে৷ বিজেপির প্রতি ফেসবুকের পক্ষপাতমূলক আচরণে সরব হয়েছে বিরোধীরাও৷ এ হেন সময়ে ঠিক উল্টো দাবি করে ফেসবুক সিইও-কে চিঠি দিলেন কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী৷

রবি শঙ্কর প্রসাদের আরও বক্তব্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে যে সব ফেসবুক ব্যবহারকারীরা বিজেপি-কে সমর্থন জানিয়ে পোস্ট করেছে, এবং কেন্দ্রীয় সরকারের সাফল্যকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছে, তাদের অনেকের পেজ ডিলিট করে দিয়েছে ফেসবুক৷ একাধিক মেল করা সত্ত্বেও ফেসবুকের তরফে সেই বিষয়ে কোনও উত্তর আসেনি৷

'ফেসবুক ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর ও অন্যান্য সিনিয়র আধিকারিক কোনও একটি নির্দিষ্ট মতাদর্শে বিশ্বাসী হয়ে অনেক অপচেষ্টা করেছে ২০১৯ সালের নির্বাচনে৷ কিন্তু স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়ায় তাঁদের সেই অপচেষ্টার ব্যাপক ভাবে পরাজয় ঘটেছে৷ যে কোনও সংস্থাতেই যে কোনও ব্যক্তির ব্যক্তিগত পছন্দ, অপছন্দ থাকতেই পারে৷ তার মানে এই নয় যে, সংশ্লিষ্ট ব্যক্তি গোটা সংস্থার নীতিবাহক হয়ে উঠবে,' চিঠিতে লিখেছেন কেন্দ্রীয় মন্ত্রী৷

Published by:Arindam Gupta
First published:

Tags: BJP, Facebook