#কোঝিকোড়: মারাত্মক দুর্ঘটনা ঘটে গেল কেরলের কোঝিকোড় বিমানবন্দরে। টানা বৃষ্টি, দৃশ্যমানতার সমস্যার কারণে বিমান অবতরণে নানা অসুবিধা ছিলই। এদিন সেই অসুবিধার কারণেই হঠাৎ এয়ার ইন্ডিয়ার একটি বিমান রানওয়েতে পিছলে যায়। দুবাই থেকে আসছিল বিমানটি। বিমানে ছিলেন বিমানকর্মী-সহ মোট ১৯১ জন যাত্রী। ঘটনার ভিডিও দেখে এককথায় শিউরে উঠেছেন সকলে। কীভাবে যেন বিমানটি মাঝখান থেকে ভাগ হয়ে দুমড়ে গিয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে বেশ কয়েকজনকে। এখনও পর্যন্ত বিমানচালক-সহ ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
Have instructed Police and Fire Force to take urgent action in the wake of the plane crash at the Kozhikode International airport (CCJ) in Karipur. Have also directed the officials to make necessary arrangements for rescue and medical support.
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) August 7, 2020
ঘটনার পরই ট্যুইটারে শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তিনি লিখেছেন, ‘এয়ার ইন্ডিয়ার বিমানের ক্র্যাশ ল্যান্ডিংয়ের খবর পেয়ে আমি হতবাক হয়ে গিয়েছি। এই বিমানটি দুবাই থেকে কোঝিকোড়ে আসছিল। এখনও পর্যন্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। আমি প্রার্থনা করি, যেন সমস্ত যাত্রীই এই ভয়ানক দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পান। আমার মন যাত্রী, বিমানকর্মী ও তাঁদের পরিবারের সঙ্গে সবসময় আছে।’
ঘটনার পরেই ট্যুইট করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লিখেছেন, ‘কোঝিকোড়ে এয়ার ইন্ডিয়ার বিমানের ভয়ানক দুর্ঘটনার ঘটনায় আমি মর্মাহত। এনডিআরএফের দলকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে নির্দেশ দিয়েছি যাতে দ্রুত উদ্ধারকাজ চালানো যায়।’
Distressed to learn about the tragic accident of Air India Express aircraft in Kozhikode, Kerala.
Have instructed NDRF to reach the site at the earliest and assist with the rescue operations.— Amit Shah (@AmitShah) August 7, 2020
ট্যুইট করেছেন কেরলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-ও। তিনি লেখেন, ‘কোঝিকোড়ে বিমান দুর্ঘটনায় পুলিশ ও দমকলকে অতিদ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি। এছাড়া সরকারি আধিকারিকদের নির্দেশ দিয়েছি উদ্ধারকাজ দ্রুত করতে ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে।’