হোম /খবর /দেশ /
রাতের ঘুম আর ভাঙল না, ঘুমের মধ্যেই সব শেষ, ঝড়ে গাছ পড়ে মৃত্যু মা-বাবা-ছেলে-মেয়ের

Accident: রাতের ঘুম আর ভাঙল না, ঘুমের মধ্যেই সব শেষ, ঝড়ে গাছ পড়ে মৃত্যু মা-বাবা-ছেলে-মেয়ের

রাতে খাওয়া-দাওয়া করে শান্তির ঘুম ঘুমাচ্ছিল ওরা! আর ঘুল আঙল না! মাঝরাতে ভারী ঝড়-বৃষ্টি আর হাওয়ার দাপটে মাথার উপর ভেঙে পড়ল গাছ

  • Share this:

জম্মু ও কাশ্মীর: রাতে খাওয়া-দাওয়া করে শান্তির ঘুম ঘুমাচ্ছিল ওরা! আর ঘুল আঙল না! মাঝরাতে ভারী ঝড়-বৃষ্টি আর হাওয়ার দাপটে মাথার উপর ভেঙে পড়ল গাছ। ঘুমের মধেই মৃত্যু একই পরিবারের চার জনের। বৃহস্পতিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের কিশ্তওয়াড়ের বাহলনার জঙ্গলে। জানা যায়, একটি যাযাবর পরিবার জঙ্গলে তাঁবু খাটিয়ে রাত্রিবাস করছিল। মাঝরাতে হাওয়ার দাপটে একটি বড় পাইন গাছ তাদের তাবুর উপর ভেঙে পড়ে।

যাযাবর পরিবারটি ছাগল, ভেড়া নিয়ে দাচান-এর দিকে যাচ্ছিল। পথে ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় কিশ্তওয়াড়ের বাহলনার জঙ্গলে তাঁরা তাবু খাটায়। মৃতরা কাঠুয়া জেলার গাঠি- বারওয়ার অঞ্চলের বাসিন্দা। ৪২ বছরের স্ত্রী আনোয়ারা বেগম, ২৬ বছরের মেয়ে শামা এবং ছেলে ১৭ বছরের শাকিলকে নিয়ে ঘুমোচ্ছিলেন ৫৫ বছরের নাজির আহমেদ। রাতে ঘুমের মধ্যেই মর্মান্তিক পরিণতি। কিশ্তওয়াড়ের পুলিশের ডেপুটি কমিশনার দেবনাশ যাদব বলেন, ৪ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের একটি দল। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারকে রেড ক্রস-এর তরফে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Accident